আজকাল ওয়েবডেস্ক: ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১০০৬-এ আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে বিমানটি কলোরাডো স্প্রিংস থেকে উড়ান শুরু করেছিল, গন্তব্য ছিল ডালাস-ফোর্ট ওয়ার্থ। কিন্তু আচমকা মাঝ আকাশে বিকল হয়ে যায় ইঞ্জিন। পরিস্থিতি বুঝের ডেনভার বিমানবন্দরে দ্রুত অবতরণ করে বিমানটি। 

অবতরণের সময়েই ঘটে  বিপত্তি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানটি অবতরণের পরের মুহূর্তেই আচমকা চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইতিমধ্যে ওই অগ্নিকাণ্ডের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক হুড়োহুড়ি দেখা যায় যাত্রীদের মধ্যে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেউ কেউ প্রাণ বাঁচাতে বিমানের ডানা থেকে ঝাঁপ দেন বলেও জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। 

জানা গিয়েছে ওই সময় বিমানে প্রায় দু’ শ যাত্রী ছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গেই দমকল আগুন নেভানোর কাজ শুরু করে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে ১৭২ জন যাত্রী এবং ৬ জন বিমান কর্মীকে অগ্নিকাণ্ডের পর নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।