আজকাল ওয়েবডেস্ক: ১২ জুন, ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ঠিক তার পরের দিন, ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানেই। বোমাতঙ্কে মাঝরাস্তায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার এআই ৩৭৯ বিমানের। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই।
সংবাদ সংস্থা রয়টার্স ফুকেট বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মাঝপথে জরুরি অবতরণের অনুরোধ জানায়। বিমানে বোমাতঙ্কের কারণেই এই জরুরি অবতরণ বলে জানানো হয়েছে।
থাইল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোমাতঙ্কের ঘটনায় আতঙ্ক ছড়য়ে পড়ার পরেই ওই বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয় সুরক্ষিতভাবে। তবে পরে বিমানে তল্লাশি চালিয়ে কোনও বোমা খুঁজে পাওয়া যায়নি বলেই খবর সূত্রের। জানা গিয়েছে, ওই বিমানে ১৫৬জন যাত্রী ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ন' টায় বিমানটি ফুকেট বিমানবন্দর থেকে উড়ান শুরু করে।
এর আগে, বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কয়েকমিনিটেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। প্রায় আড়াইশ জনের মৃত্যু হয়েছে ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায়। প্রাণ গিয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া তথ্য, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ বেঁচেছে এক যুবকের। চলছে উদ্ধারকার্য। উদ্ধার হচ্ছে ঝলসে যাওয়া দেহ। ঠিক তার পরের দিন, শুক্রবার, ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানেই।
