আজকাল ওয়েবডেস্ক: ঘর রয়েছে, সংসার রয়েছে। সবকিছু চলছিলও ঠিকঠাক। পরিবারের কেউ ঘূণাক্ষরেও টের পাননি, বৃদ্ধের ঘরের বাইরের জীবন যাপন সম্পর্কে। দিনে দিনে পুরনো সহকর্মীর সঙ্গে দেখা সাক্ষাত বাড়িয়ে ততদিনে বৃদ্ধ প্রেমের সম্পর্কে লিপ্ত। পরিবার অজ্ঞাত গোটা ঘটনা সম্পর্কে। যখন জানতে পারলেন, তখন প্রয়াত হয়েছেন বৃদ্ধ এবং তাঁর প্রয়ানের রেশ ধরেই পরিবারের কাছে বিরাট ধাক্কা। সামনে উঠে আসে বিবাহ বহির্ভূত সম্পর্ক, হোটেলে রাত্রিবাস এবং যৌনতা। 

জল গড়াল আদালত পর্যন্ত। ঘটনায় আবার ওই গোপন প্রেমিকাকেই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। কারণ, ঘটনার দিনে বৃদ্ধ ছিলেন গোপন প্রেমিকার সঙ্গেই। সেদিনের প্রেক্ষিতে, ওই প্রেমিকার আচরণ অনৈতিক, তেমনটাই মত আদালতের। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই।

ঘটনাস্থল চীন। চীনের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৬৬ বছরের এক বৃদ্ধ, পরিবারকে লুকিয়ে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আচমকা বছরখানেক আগে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, প্রাক্তন এক সহকর্মীর সঙ্গে। লুকিয়ে-চুরিয়ে প্রেম চলছিলও ভাল। পরিবারের চোখে ধুলো দিয়ে তাঁরা দেখা-সাক্ষাত জারি রেখেছিলেন। তার মাঝেই নেমে এসেছে বড় বিপদ। গোপন প্রেমিকার সঙ্গে গোপনে দেখা, সঙ্গমের পরেই মৃত্যু হয় বৃদ্ধের।

আরও পড়ুন: মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন! প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত নথি কি প্রকাশ করা হবে? বড় নির্দেশ দিয়ে দিল আদালত

সাউথ চায়না মর্নিং-এর প্রতিবেদন সূত্রে খবর, ৬৬ বছরের ওই বৃদ্ধ, ১৯৮০ নাগাদ যে ফ্যাক্টরিতে কাজ করতেন, সেখানকার এক পুরনো সহকর্মীর সঙ্গে তাঁর সাক্ষাত হয় বছরখানেক আগে। ২০২৩-এর একটি পার্টিতে রি-ইউনিয়নের পর থেকেই যোগাযোগ বাড়ে তাঁদের। বাড়ে ঘনিষ্ঠতা। ২৪ জুলাই তাঁরা একটি হোটেলে রাত্রিবাসের পরিকল্পনা করেন। প্রেমিকা কিছুটা আগে পৌঁছলেও, বৃদ্ধ কিছুটা পরেই পৌঁছন হোটেলে। সূত্রের খবর, একত্র রাত্রিবাসে, যৌনতার পরেই প্রেমিকা বুঝতে পারেন, মৃত্যু হয়েছে তাঁর গোপন প্রেমিকের। 

বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়েও ফের ফিরে যান মহিলা। ডাকাডাকি করতে থাকেন হোটেলের কর্মীদের। তখনই বৃদ্ধের মৃত্যুর ঘটনা সামনে আসে। ঘটনার তথ্য পৌঁছয় বৃদ্ধের পরিবারেও। তারপরেই বৃদ্ধের পরিবার আদালতের দ্বারস্থ হয়।  ঘটনার জল আদালত পর্যন্ত গড়ানোর পর, আদালত ওই গোপন প্রেমিকাকেই বিরাট অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

 

আরও পড়ুন: রাজ্যসমকামী সম্পর্কের ব্ল্যাকমেল করতে গিয়েই খুন হয়েছেন বৃদ্ধ, একাধিক পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিল অভিযুক্ত

সূত্রের খবর, আদালত প্রথমেই মহিলাকে প্রায় $৭৭,০০০ (প্রায় ৬৭ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে, পরে এই পরিমাণ কমিয়ে $৮,৬০০ (প্রায় ৭.৫ লক্ষ টাকা) করা হয়।

আদালতে প্রমাণিত হয়েছে, ওই বৃদ্ধের মৃত্যু তাঁর শারীরিক কারণে, স্বাস্থ্যগত সমস্যার কারণে হয়েছে। তবুও, আদালত প্রেমিকাকে মোতা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কেন? আদালতের এই প্রসঙ্গে যুক্তি, ওই মহিলা যদি সময়ে চেষ্টা করতেন, ঘর থেকে বেরিয়েও যদি সময়ের মধ্যে ফিরে এসে ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো ওই বৃদ্ধকে বাঁচাতে পারতেন। তাঁর আচরণ অনৈতিক, তেমনটাই মত আদালতের। আর সেই কারণেই বড় অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ, জানা গিয়েছে তেমনটাই।