আজকাল ওয়েবডেস্ক: স্কুল শেষে বাচ্চারা দৌড়ে পার্কে যায়, দোলনায় দোল খায়, স্লাইড দিয়ে নেমে হৈ-চৈ করে খেলে বেড়ায়-এই দৃশ্যই যেন তাদের দিনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত হয়ে ওঠে। কিন্তু যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি স্কুল মাঠে এই চিরচেনা দৃশ্য একেবারে ব্যতিক্রম এক ঘটনার জন্ম দিল। এর বদলে দেখা গিয়েছে অন্য এক চাঞ্চল্যকর দৃশ্য। একটি পার্কে বাচ্চাদের জন্য তৈরি একটি স্লিপে আটকে পড়লেন এক ৪০ বছর বয়সী প্রৌঢ়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শনিবার এই ঘটনা ঘটেছে বিকেল নাগাদ। বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে কানেকটিকাট অঙ্গরাজ্যের ভারন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ঘটে এই অদ্ভুত ঘটনাটি। ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ব্যক্তি পায়ে ভর দিয়ে স্লিপে নেমে পড়েন। এরপর আচমকা মাঝপথেই আটকে যান। নিজে থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে তিনি আরও বেশি করে স্লিপের ভেতরে ঢুকে যান এবং সেখানে গেঁথে যান।

প্লাস্টিকের টানেলের মতো তৈরি এই স্লিপ খুবই সরু ছিল। পাশপাশি সেদিন আবহাওয়া অত্যন্ত গরম থাকায় স্লাইডটির ভেতরের তাপমাত্রাও ক্রমে বেড়ে যায়। এর ফলে ওই ব্যক্তি প্রবল দমবন্ধ অনুভব করতে থাকেন। একটা সময় পর প্রৌঢ় অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে সেখানে লোকজন জড় হয়ে যায়। এরপর ঘটনাস্থলে দ্রুত চিকিৎসাকর্মীরা পৌঁছয়। অসুস্থ প্রৌঢ়কে অক্সিজেন এবং বায়ু সঞ্চালনের ব্যবস্থা করে দেন, যাতে তিনি কিছুটা স্বস্তি পান।

পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারন ফায়ার ডিপার্টমেন্ট উদ্ধার অভিযানে নামে। কিন্তু ফায়ার ট্রাকের মইয়ে স্লাইডের উপরের অংশ কোনও কারণে বাঁধা হয়। ঘটনার জেরে পাওয়ার টুল ব্যবহার করে মোটা প্লাস্টিক কেটে কেটে তাঁকে অবশেষে বের করা হয়। এই জটিল এবং সূক্ষ্ম প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ৩০ মিনিট সময় নেয়।

আরও পড়ুনঃ 'এ কী চাচা এটা কী করছেন?', চারিদিকে জল থৈ থৈ, এরই মাঝে প্রৌঢ় যা করে বসলেন, দাঁড়িয়ে দেখল শহরবাসী, ভিডিও ভাইরাল 

শেষমেশ ওই প্রৌঢ় গুরুতর কোনও আঘাত ছাড়াই স্লাইড থেকে বেরিয়ে আসতে পারেন। তবে এহেন ঘটনায় স্লাইডটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। খবর অনুযায়ী, এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র দুই সপ্তাহ পর স্কুল খুলতে চলেছে। ফলে স্কুল কর্তৃপক্ষের জন্য এই ঘটনার সময়জ্ঞান বর্তমানে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ বাচ্চাদের খেলার মাঠ এখন সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে রয়েছে। 

আরও পড়ুনঃ টানতে টানতেও বেরোচ্ছিল না, 'ওইটা'র জন্য ইউটিউবের শরণাপন্ন যুবতী! ভিডিও ভাইরাল হতেই চোখ ছানাবড়া ...

পরে ভারন ফায়ার ডিপার্টমেন্ট সোশ্যাল মিডিয়ায় এই অদ্ভুত উদ্ধার অভিযানের ছবি শেয়ার করে। এটি দেখে স্থানীয় বাসিন্দারা বিস্মিত এবং কৌতূহলী হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ দুই সন্তানের বাবা প্রেমিক! তবুও বিয়ে করতে জোরাজুরি প্রেমিকার, চাপ সামলাতে না পেরে প্রেমিকার দেহ সাত টুকরো করলেন প্রেমিক...