আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক সমাজকর্মী লিংকডইনে পোস্ট করে জানিয়েছেন, কীভাবে তিনি একজন জোমাটো ডেলিভারি কর্মীকে খাবার খেতে দেখে তাঁর সাথে কথা বলেছিলেন। কিরণ ভার্মা নামের ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি যখন নয়ডায় গাড়ি পার্ক করছিলেন, তখন দেখেন একজন ডেলিভারি কর্মী তাঁর বাইকের ওপর বসে খাবার খাচ্ছেন। কৌতূহলবশত ভার্মা তাঁকে জিজ্ঞেস করেন, "আপনি এত দেরিতে কেন খাচ্ছেন?" ডেলিভারি কর্মী জানান, দুপুর ২টার দিকে তিনি খাবারটি সংগ্রহ করেছিলেন, কিন্তু ক্রেতা সেই খাবার নিতে আসেননি। এরপর জোমাটো থেকে তাঁকে জানানো হয়েছিল খাবারটি "ডেলিভার্ড" হিসেবে চিহ্নিত করতে।
ভার্মা পোস্টে উল্লেখ করেন, অনেক সময় এমন হয় যাতে ডেলিভারি ব্যর্থ হওয়ার পরেও ডেলিভারি কর্মীরা খাবারটি রাখেন, কারণ সিস্টেম অনুযায়ী সেটি ডেলিভার্ড হিসেবে চিহ্নিত হয়। এর ফলে খাবার নষ্ট না হয়ে কর্মীরা নিজেরা খেয়ে নিতে পারেন।
ডেলিভারি কর্মী আরও জানান, হোলির সময় তাঁদের বেশি অর্ডার ডেলিভারি করার জন্য ইনসেন্টিভ দেওয়া হয়, তাই দুপুরের ব্যস্ত সময়ে তিনি খাবার না খেয়ে অর্ডার ডেলিভারি করছিলেন। তাঁর মাসিক আয় ২০-২৫ হাজার টাকার মতো, এবং পরিবার তাঁর উপার্জনের ওপর নির্ভরশীল।
এই ঘটনা নিয়ে ভার্মা তাঁর পোস্টে লেখেন, “আমি জানি না খাবারটি ডেলিভার্ড চিহ্নিত করা ঠিক কিনা, তবে এটি হাজার হাজার বিশালের মতো মানুষকে সাহায্য করে। আমি সকলকে অনুরোধ করছি এমন কাউকে বিচার করবেন না, যেমন আমি প্রথমে বিশালকে বিচার করেছিলাম।”
লিংকডইনের এই পোস্টটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ডেলিভারি কর্মীর প্রতি সমর্থন জানিয়ে পোস্টটির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ খাবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
