আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ দুই ভাই, শ্বাসরোধ করে মারল অপর ভাইকে। অপরাধ? অপর ভাই বাড়িতে চিকেন নিয়ে এসেছিলেন। তদন্তে নেমে পুলিশ বলছে, তাদের মা, গোটা ঘটনার সত্যতা জেনেও, পুলিশকে প্রাথমিকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। বলেছিলেন, ছেলে বাইরে থেকে এসে আচমকা জ্ঞান হারিয়ে ফেলে। 

 

ঘটনাস্থল ভোপাল। ২২ বছরের অনশুল যাদব, বাড়িতে চিকেন নিয়ে এসেছিলেন। উদ্দেশ্য ছিল, ওই চিকেন নিয়ে পার্টিতে যাওয়া। ৯ নভেম্বরের ওই রাত, তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তখনও জানত না সে। 

 

অনশুল বাড়িতে মুরগির মাংস আনার পরেই সেই বিষয়ে তর্ক শুরু করে বড় দাদা কুলদীপ এবং ভাই আমন। বৈরাগড় থানার পুলিশ জানাচ্ছে, কুলদীপ, আমন দুজনেই বাড়িতে চিকেন আমার বিরুদ্ধে। ভাইদের বিবাদ বাড়তেই থাকে। দুই ভাই তখন মদ্যপ ছিল বলেও জানা গিয়েছে। পুলিশ বলছে, বিবাদ বাড়তেই কুলদীপ এবং আমন অনশুলকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। 

 

ঘটনার পরেই মা এবং ভাইয়েরা মিলে অনশুলকে হাসপাতালে নিয়ে যায়, প্রাথমিক ভাবে জানায়, বাইরে থেকে এসেই সংজ্ঞা হারিয়ে ফেলেছে সে। যদিও পুলিশের নজরে পড়ে গলার দাগ। দড়ির দাগ দেখেই প্রশ্ন জাগতেই জেরা শুরু করে পুলিশ। অনিতা, তিন ভাইয়ের মা, অপর দুই ছেলেকে বাঁচাতে মিথ্যে কথা বলা ছাড়াও, ওই দড়িও লুকিয়ে রেখেছিল বলে অভিযোগ পুলিশের। পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করেছে বলেই জানা হয়েছে।