আজকাল ওয়েবডেস্ক: শত্রুদেশকে রুখতে ভারতকে আরও শক্তিশালী হওয়ার বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর সাফ কথা, ভারত শান্তির পক্ষে। কিন্তু শান্তি রক্ষার জন্যও নিজেদের শক্তিশালী হওয়া জরুরি। নিজেরা শক্তিশালী হলে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।

মোহন ভাগবতের দাবি, "ভারত পৃথিবীর প্রাচীনতম দেশ। দেখতে গেলে আমরা গোটা বিশ্বের বড় ভাই। আমাদের পূর্বপুরুষরা দায়িত্ব দিয়ে গিয়েছেন, এমনভাবে জীবন অতিবাহিত করতে, যা দেখে অন্যরা শিখবে। তাই আমাদের ত্যাগ, এবং শান্তির পথে জীবন যাপন করতে হবে।" 

পাশাপাশি সঙ্ঘের প্রধান স্মরণ করিয়ে দেন যে, "ভারত সব দিক থেকে উন্নতি করবে। সেটা করাও উচিত। আমাদের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কিন্তু কেউ চোখ তুলে তাকালে তাঁকে উচিত শিক্ষা দেওয়ার শক্তি আমাদের আছে। সেই শক্তি থাকাও উচিত।"

ভাগবতের কথায়, গোটা বিশ্বে শান্তি বজায় থাক সেটা আন্তরিকভাবেই চায় ভারত। কিন্তু বিশ্ব সম্মান করে শুধু শক্তি ও সামর্থ্যকে। তাঁর কথায়, "বিশ্ব শান্তির এবং উন্নতির কথা তখনই শুনবে যখন তুমি শক্তিশালী হবে। এটাই বিশ্বের নিয়ম। এটাকে পাল্টানো যাবে না। তাই বিশ্বের উন্নতির জন্যই আরও শক্তিশালী হতে হবে ভারতকে।"