আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি- ত্রিপুরা, ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ড এবং আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশন। গোটা কর্মসূচি বাস্তবায়িত করা হয় বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরীর দিকনির্দেশনায়। এবারের থিম ছিল ‘প্লাস্টিক দূষণকে পরাজিত করুন’।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি সচেতনতামূলক সাইকেল র‍্যালি। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মহেশখলা ক্যাম্পাসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল, এ.সি.এফ. অনিমা দাস, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার উপাচার্য ড. রতন কুমার সাহা, এবং ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ড. দিবাকর দেব। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং টি.আই.ইউ.টি. সাইক্লিং ক্লাবয়ের আনুষ্ঠানিক সূচনা করা হয় এদিন। আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভারও। উপস্থিত ছিলেন বন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিরা। মুখ্য বন সংরক্ষক বলেন, ‘প্লাস্টিক দূষণ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। আমাদের প্লাস্টিক ব্যবহার কমিয়ে প্রকৃতিকে বাঁচাতে হবে’।

উপাচার্য ড. রতন কুমার সাহা বলেন, ‘আগরতলা শহরে দূষণের অন্যতম কারণ ডিজেল ও পেট্রল চালিত যানবাহন। সাইকেল ব্যবহার একদিকে যেমন স্বাস্থ্যকর, তেমনই পরিবেশবান্ধব’। অনুষ্ঠানের শুরুতেই অতিথি, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রায় ৫০টি চারাগাছ রোপণ করা হয়। শেষপর্বে অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার নেন।