আজকাল ওয়েবডেস্ক: ভরা সমাবেশ। গিজগিজ করছে দলের কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষ। গাড়ি থেকে নেমেই মঞ্চে ওঠার কথা মুখ্যমন্ত্রীর। কিন্তু গাড়ি ও মঞ্চের মাঝেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে, তাঁর হাতে হাত মেলাতে জমেছিল ভিড়। থিকথিকে ভিড়ের মধ্যে ঘটল এমন ঘটনা, যার জন্য অস্বস্তিতে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী। কী এমন ঘটনা ঘটল? 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি ভরা সমাবেশে উপস্থিত তিনি। সেই সমাবেশেই প্রকাশ্যেই তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন এক তরুণী। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের নিষেধ সত্বেও চুমু খাওয়ার চেষ্টা চালিয়ে যান তিনি। অবশেষ মুখ্যমন্ত্রীই বড় পদক্ষেপ করলেন। 

 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভরা সমাবেশে চন্দ্রবাবু নাইডুকে ঘিরে আছেন শ'য়ে শ'য়ে অনুগামীরা। ছিলেন নিরাপত্তা কর্মীরাও। ফুল হাতে দাঁড়িয়েছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন ওই তরুণীও। আচমকা মুখ্যমন্ত্রীর কাছে এসে তাঁকে জড়িয়ে ধরেন। এরপর হাতে তুলে দেন একগুচ্ছ লাল গোলাপ। সে সময় স্নেহের বশে তরুণীকেও এক হাতে জড়িয়ে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ফাঁকে চন্দ্রবাবুকে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি। 

 

দেখা গিয়েছে, নিরাপত্তা কর্মীদের নিষেধ করা সত্বেও মুখ্যমন্ত্রী নাইডুর গালে চুমু খাওয়ার চেষ্টা করেন তরুণী। প্রথমে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন তরুণীকে। ভক্তের এমন আচরণে তিনি যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছিলেন, তা টের পাওয়া গিয়েছে ভিডিও ফুটেজেই। এই ঘটনায় হাসির রোল ওঠে ভরা সমাবেশে।