আজকাল ওয়েবডেস্ক : যোগীরাজ্যে ফের চরম নির্যাতনের শিকার এক মহিলা। একটি ভিডিওতে দেখা গিয়েছে মহিলাকে মাথা মুড়িয়ে হাত-পা বেঁধে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এরপর তাঁর স্বামী তাঁকে টানা লাঠি দিয়ে মেরে চলেছে। সামনেই উৎসাহিত জনতা গোটা বিষয়টি দেখছে।

 

ঘটনাটি ৫ দিন আগের হলেও এর জেরে এখন উত্তাল উত্তরপ্রদেশের কনৌজ। ঘটনার জেরে ইতিমধ্যেই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু কী কারণে এই অত্যাচার? জানা গিয়েছে বাড়ির মধ্যেই ভাইপোর হাতে যৌন হেনস্তার শিকার হয়ে স্বামীকে অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। তবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, উলটে গোটা পরিবার মিলে নৃশংস নির্যাতন করল নির্যাতিতাকে। মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মাথা নেড়া করে চলে বেধড়ক মার।

 

নির্যাতিতা অভিযোগ জানিয়েছিলেন দিনের পর দিন তাঁর ভাইপো তাঁকে যৌন হেনস্থা করছিলেন। মহিলার সেই অভিযোগ কানে যায় স্থানীয় পঞ্চায়েতের। এরপর পঞ্চায়েতের তরফে নির্দেশ দেওয়া হয়, মহিলা ও তাঁর ভাইপো দুজনের মাথা মুড়িয়ে ফেলার। পাশাপাশি মহিলার স্বামীকে নির্দেশ দেওয়া হয় প্রকাশ্যে লাঠিপেটা করার। পঞ্চায়েতের নির্দেশ মেনেই চলে নির্যাতন। মহিলার পাশাপাশি বেঁধে মারা হয় অভিযুক্ত ভাইপোকেও।