আজকাল ওয়েবডেস্ক: অবিবাহিত ছেলের তীব্র যৌন চাহিদা। তাঁর যৌন লালসার শিকার হতেন আত্মীয়রাও। এমনকী নিজের মাসিকেও ধর্ষণের চেষ্টা করেন। ছেলের এমন আচরণে অতিষ্ট হয়ে চরম পদক্ষেপ করলেন মা। ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে, দেহ পাঁচ টুকরো করলেন তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। পুলিশ সূত্রে খবর, গত ১৩ ফেব্রুয়ারি ৩৫ বছর বয়সি শ্যাম প্রসাদ নামের এক যুবককে খুন করেন তাঁর মা লক্ষ্মী দেবী। ছেলেকে খুনের পর দেহ পাঁচ টুকরো করেন। ছেলেকে খুন এবং দেহ লোপাটের জন্য একাধিক আত্মীয় তাঁকে সাহায্য করেছিলেন। ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লক্ষ্মী দেবীকে। 

পুলিশ তদন্তে নেমে জেনেছে, শ্যাম প্রসাদের যৌন চাহিদার কারণে বারবার অপমানিত হতেন লক্ষ্মী। পরিবারের সদস্যদেরও বাদ দিতেন না শ্যাম। একাধিক আত্মীয়কে যৌন হেনস্থার চেষ্টা করেন। এমনকী মাসিকেও ধর্ষণের চেষ্টা করেন। আত্মীয়রাও কথা শোনাতেন। ছেলের বিকৃত মানসিকতার কারণেই খুনের পরিকল্পনা করেন মা। 

বাড়িতেই কুড়ুল দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে। এরপর দেহ টুকরো টুকরো করে, ব্যাগে ভরে খালে ভাসিয়ে দেন। লক্ষ্মী দেবীকে যাঁরা সাহায্য করেছিলেন, তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।