আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর-২৭-এর ওয়ামসন হোটেলের ঘর থেকে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার হয়েছে।  মৃত সফটওয়্যার ইঞ্জিনিয়রের নাম উমেশ কুমার। তিনি উত্তরপ্রদেশের হাথরাসের বাসিন্দা, থাকতেন আওয়াস বিকাশ কলোনিতে। পুলিশ জানিয়েছে, উমেশের সঙ্গে ওই ঘরে ছিলেন তাঁর বান্ধবী। ওই মহিলাই বাথরুম থেকে বেরিয়ে উমেশ কুমারের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। যা দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি।  এরপরই চিৎকার করে ডাকতে থাকেন মহিলা।

ওই চিৎকারেই হোটেল কর্মীরা ঘরে ঢোকেন। হোটেলের ওই রুমে তাঁদের সঙ্গে একটি কুকুরও ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন উমেশ। এই চরম পদক্ষেপের আগে বান্ধবীর সঙ্গে ঝড়গা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তার জেরেই ৩৮ বছরের উমেশ কুমারেরর এমন পদক্ষেপ বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হোটেরে ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে নয়ডার কোতওয়ালি সেক্টর-২০ থানার পুলিশ। হোটেলের বাকি লোকজনের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে যে, উমেশ কুমার বিবাহিত ছিলেন। তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল ছিল না। তাঁরা আলাদা থাকতেন। এমনকি, উমেশ ও তাঁর স্ত্রী পরস্পরের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলাও সম্প্রতি দায়ের করেছিলেন।