আজকাল ওয়েবডেস্ক: বুধবার, সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হিন্দু মহাসভার নারী শাখার জেলা সভাপতি মীরা রাঠোরকে দেখা গেছে গঙ্গাজল এবং শিবলিঙ্গ নিয়ে তাজমহলের ভিতরে প্রবেশ করে বিশেষ পুজো সম্পন্ন করতে। এই ঘটনা ঘটে মহাশিবরাত্রির দিনে, এবং ভিডিওতে দেখা যায় রাঠোর প্রয়াগরাজের সঙ্গম থেকে আনা গঙ্গাজল শিবলিঙ্গে নিবেদন করে তাজমহলের ভিতরে বিভিন্ন ধর্মীয় আচরণ করছেন। 

 

ভিডিওতে রাঠোরকে ‘জয় শ্রী রাম’ এবং ‘হর হর মহাদেব’ শ্লোগান দিতে দেখা যায়। তিনি দাবি করেছেন যে, তাঁর উদ্দেশ্য ছিল তাজমহলকে 'পবিত্র' করা, যা তাঁর মতে "চাদর" এবং "বিরিয়ানি" দিয়ে কলুষিত হয়েছে। 

তবে এই ঘটনাটি তাজমহলের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। আগ্রার পর্যটন পুলিশ জানিয়েছে যে, রাঠোর শিবলিঙ্গ নিয়ে তাজমহলে পৌঁছালেও তিনি প্রকৃতপক্ষে স্মৃতিস্তম্ভের ভিতরে প্রবেশ করেননি। তাজ সুরক্ষা বিভাগের এসিপি স্পষ্ট করেছেন যে, তাজমহলের ভিতরে পুজো করার ভিডিওটি আসলে ভুয়ো ছিল।

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা শুধু তখনই ব্যবস্থা নেবে যখন কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হবে।

তাজমহলে হিন্দুত্ববাদী কার্যকলাপের প্রবণতা বাড়তে দেখা গেছে। হিন্দু মহাসভা এর আগেও তাজমহলে শিবলিঙ্গ স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিল, যা তাঁরা প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পর ঘোষণা করে। 

এই ঘটনার পর, একাধিকবার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং কর্তৃপক্ষ এখন তদন্ত করছে কীভাবে এত কঠোর নিরাপত্তা সত্ত্বেও তাজমহলের ভিতরে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হল।

?ref_src=twsrc%5Etfw">February 26, 2025