আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে এক তরুণীর অফিস যাওয়ার পথেই মৃত্যু৷ রুরকির কোতোয়ালি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে৷ একটি এসইউভির ধাক্কায় কর্মস্থলে যাওয়ার পথেই প্রাণ হারান তরুণী। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তরুণীর এই ভয়ানক পরিণতিতে চমকে উঠেছে দেশ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম কীর্তি। খঞ্জরপুর এলাকার বাসিন্দা তিনি৷ কোতোয়ালি এলাকার জাদুগার রোডের কাছে আচমকা এসইউভির ধাক্কায় নিহত হন কীর্তি। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে কীর্তি ছাতা নিয়ে হাঁটছেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি সাদা এসইউভি তাঁকে চাপা দেয়। গাড়িটি তৎক্ষণাৎ থেমে গেলেও সামনের চাকার নিচে আটকা পড়েন তরুণী । আশেপাশের লোকজন তাঁকে সাহায্য করার জন্য দ্রুত ছুটে যায়৷ শেষরক্ষা হয়নি তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন গাড়ির শনাক্তকরণ জারি রয়েছে৷ পাশাপাশি ঘটনার সঠিক ক্রম নির্ধারণের জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
