আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি থানে তে এক শিশু ও তার মা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। বাড়ির ছাদে অস্বাভাবিকভাবে গাছের ডাল ভেঙে পড়ে ঘটে এটি । ফলস্বরূপ  শিশুসহ দুইজন আহত হয়েছেন। থানে পশ্চিমে ঘটা এই ঘটনায় বেশ চাঞ্চল্য চারিদিকে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র মারফত, ফুলে নগরের যাদব নিবাস চালে ঘটনাটি ঘটে। বিকেলে ছাদে হাঁটার সময় হঠাৎ একটি গাছের ডাল ভেঙে পড়ে। বিকেল পৌনে ৫ টা নাগাদ আচমকা এটি ঘটে৷ থানে পৌর কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

আহত মনিকা যাদব (৩৫) এবং তাঁর ৩ বছরের সন্তান অদ্বৈত। তবে তাঁদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। ঘটনার জেরে গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয়রা৷ ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে৷