আজকাল ওয়েবডেস্ক: ১৭ বছরের কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। সেই প্রেমিকের কাছে ফিরতেই কি ভয়ানক সিদ্ধান্ত? মধ্যপ্রদেশের কিশোরীর কাণ্ডে শিউরে উঠছেন সাধারণ মানুষ।
সর্ববভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কিশোরী প্রেমিকের বন্ধুদের সহায়তায় মদের বোতল ভেঙে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেন স্বামীকে। সেখানেই শেষ নয়, ভিডিও কল করে দেখান প্রেমিককে। পুলিশ ওই কিশোরী এবং তার সহযোগীদের গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক বলেও জানা গিয়েছে।
ঘটনাস্থল মধ্যপ্রদেশের বুরহানপুর। রাহুলে নামের ওই যুবকের সঙ্গে বিয়ে হয় কিশোরীর। তবে বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা কষছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দিন কয়েক আগে স্বামীর সঙ্গে বেরিয়েছিল সে। ফেরার পথে ইনদওর-ইছাপুর জাতীয় সড়কে জুতো পড়ে গিয়েছে এই বাহানায় স্বামীকে গাড়ি থামাতে বলে একটি কলেজের কাছে। সেখানেই কয়েকজন রাহুলকে আক্রমণ করে। তারপরেই বিয়ারের ভাঙা বোতল দিয়ে বারবার রাহুলকে কোপাতে থাকে কিশোরী এবং প্রেমিকের দুই বন্ধু। রক্তাক্ত রাহুল লুটিয়ে পড়তেই প্রেমিককে ওই দৃশ্য ভিডিও কল করে দেখায় সে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠছেন সাধারণ মানুষ।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইনদওর-ইছাপুর জাতীয় সড়কের উপর, ১৩ এপ্রিল রাহুলের দেহ উদ্ধার হয়। রাহুলকে খুনের পর তিনজনে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে ভাঙা মদের বোতল দিয়ে অন্তত ৩৬ বার কোপানো হয়েছিল বছর ১৫-এর রাহুলকে।
