আজকাল ওয়েবডেস্ক: দিল্লির এক পারিবারিক আদালতে সম্প্রতি সামনে এসেছে এমন এক ঘটনা, যা শুনে স্তম্ভিত আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই। ভালোবাসা, ত্যাগ এবং সামাজিক সম্পর্কের প্রচলিত ধারণাকে কার্যত ওলটপালট করে দিয়েছে এই ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসে আইনজীবী সন্দীপ ভার্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর।
ভাইরাল ভিডিওতে অ্যাডভোকেট সন্দীপ ভার্মা জানান, এক মহিলা স্বেচ্ছায় নিজের বিবাহবিচ্ছেদ ঘটান শুধুমাত্র এই কারণে, যাতে তাঁর স্বামী নতুন করে জীবন শুরু করতে পারেন, আর সেই নতুন জীবনসঙ্গী হলেন তাঁরই নিজের ছোট বোন। শুধু তাই নয়, তিনি নিজেই উদ্যোগ নিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে ছোট বোনের বিয়ের সমস্ত ব্যবস্থাও করেন।
আইনজীবীর কথায়, মামলাটি প্রথম তাঁর কাছে এলে তিনিও বিস্মিত হয়ে পড়েন। তবে পরিস্থিতি সম্পূর্ণভাবে বোঝার পর তিনি আইনি প্রক্রিয়ায় ওই দম্পতির বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী দ্বিতীয় বিয়ে দু’টিই সম্পন্ন করেন।
জানা গিয়েছে, ওই দম্পতির বহু বছরের দাম্পত্য জীবন ছিল এবং তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। স্ত্রী’র ছোট বোন প্রায়ই তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সূত্রেই ধীরে ধীরে ভগ্নিপতি ও শালীর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক সময় সেই সম্পর্ক প্রেমের রূপ নেয়। গোপনে তাঁদের দেখা সাক্ষাৎ চলতে থাকে।
পরবর্তীতে স্ত্রী বিষয়টি জানতে পারেন। কিন্তু প্রত্যাশিত ঝগড়া, হইচই বা আইনি লড়াইয়ের পথে না গিয়ে তিনি নেন এক অভাবনীয় সিদ্ধান্ত। তিনি জানান, তাঁর স্বামী ও ছোট বোন একে অপরকে ভালোবাসে এবং তিনি তাঁদের সুখের পথে বাধা হতে চান না। ফলে তিনি নিজে থেকেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক, তিনি শুধু বিচ্ছেদেই থেমে থাকেননি। ছোট বোনের বিয়ের সমস্ত আয়োজন নিজেই করেন। আদালতে বিয়ের দিন ছোট বোনকে সাজিয়ে দেন, সঙ্গে করে নিয়ে যান এবং পুরো প্রক্রিয়ায় উপস্থিত থাকেন।
আইনজীবী সন্দীপ ভার্মা জানান, তিনি যখন ওই মহিলাকে এই সিদ্ধান্তের কারণ জিজ্ঞাসা করেন, তখন তিনি শান্তভাবে বলেন তিনি খুশি, কারণ এতে অন্তত দু’জন মানুষ সুখী হতে পারছে।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কেউ একে নিঃস্বার্থ ত্যাগের চরম উদাহরণ বলে প্রশংসা করছেন, কেউ আবার একে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের নিদর্শন বলে সমালোচনা করছেন। বহু ব্যবহারকারী বিস্ময়, কৌতূহল ও অবিশ্বাস প্রকাশ করেছেন।
ভালোবাসা, বিবাহ এবং আত্মত্যাগের সংজ্ঞা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে দিল্লির এই ঘটনা।
