আজকাল ওয়েবডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামলালার বিগ্রহে 'প্রাণপ্রতিষ্ঠা'র বর্ষপূর্তি। কিন্ত ২০২৫ সালের ওই দিন প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি পালন করা হবে না বলে জানিয়ে দিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তার বদলে ১১ জানুয়ারি পালন করা হবে ওই অনুষ্ঠান।

গত সোমবার ট্রাস্টের আধিকারিকরা একটি বৈঠকে বসেছিলেন তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিন পরিবর্তনের কারণ হিসাবে জানানো হয়েছ, হিন্দু পঞ্জিকা (পঞ্চাং) অনুসারে হিন্দু উৎসব পালনের ঐতিহ্য বজায় রেখে প্রতি বছর পৌষ শুক্লা দ্বাদশী বা কূর্ম দ্বাদশীতে প্রভু শ্রী রামলালা সরকারের প্রাণপ্রতিষ্ঠার বার্ষিকী পালন করা হবে। ইংরাজি ক্যালেন্ডার মতে ২০২৫ সালে দিনটি ১১ জানুয়ারি। তাই ওই দিনটিতেই বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হবে।

?ref_src=twsrc%5Etfw">November 25, 2024

ট্রাস্ট্রের ওই বৈঠকে আর বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির অ্যাপোলো হাসপাতাল মন্দির চত্বরেই তিন হাজার বর্গমিটারের একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণ করবে। মন্দিরের দক্ষিণে ৫০০ আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ তৈরি করা হবে। মন্দিরের আগত ভক্তদের জন্য নয় মিটার চওড়া এবং ৬০০ মিটার লম্বা স্থায়ী ছাউনি তৈরি করা হবে।  সপ্তমণ্ডল মন্দির মার্চে, শেষাবতরা মন্দির আগস্টে এবং মন্দিরের বাইরের কাজ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে সমাজমাধ্যমে জানিয়েছে ট্রাস্ট।

২০২৫-এর জুন মাসে মন্দিরের কাজ সম্পন্ন হওয়ার সময়সীমা ধরা হয়েছে। যদিও সেই সময়সীমা নিয়ে নিশ্চিত নন নির্মামকাজের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি জানিয়েছেন, জুন মাসের মধ্যে মন্দিরের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। কর্মীসঙ্কট এবং কাঁচামালের গুণগত মান পরীক্ষা করতে গিয়ে বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে মন্দিরের কাজ সম্পন্ন হয়ে যাবে।

অযোধ্যার রাম মন্দির দৈর্ঘ্যে ৩৮০ ফুট, প্রস্থে ২৫০ ফুট এবং উচ্চতায় ১৬১ ফুট। মোট ৩৯২টি থামের সাহায্যে দাঁড় করানো হয়েছে মন্দিরটিকে। রয়েছে ৪৪টি দরজা। মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে কৃষ্ণশিলায় তৈরি রামলালার বিগ্রহ। উচ্চতা ৫১ ইঞ্চি। ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল অযোধ্যার রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয়েছিল মন্দিরের। ওই দিন অভিজিৎ মুহূর্তে রামলালার বিগ্রহে 'প্রাণপ্রতিষ্ঠা' করেছিলেন মোদি।