আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, পরিবারে আলোচনার অভাবই তথাকথিত 'লাভ জিহাদ'-এর নেপথ্যে মূল কারণ। তিনি জোর দিয়ে বলেছেন যে, 'লাভ জিহাদ' প্রতিরোধের চেষ্টা বাড়ি থেকেই শুরু করতে হবে।

"কীভাবে একজন অপরিচিত ব্যক্তি একটি মেয়েকে প্রভাবিত করতে পারে" এই বিষয়টি অভিভাবকদের ভেবে দেখা, আত্মবিশ্লেষণের জন্য আহ্বান জানিয়েছেন মোহন ভগবত। ভোপালে ‘স্ত্রী শক্তি সংবাদ’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পরিবারের মধ্যে আলোচনা ও নৈতিক শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন সংঘ প্রধান।

সমাজে মহিলাদের ভূমিকার ওপর আলোকপাত করে ভাগবত বলেন, "একটি শিশুর নৈতিক মূল্যবোধ প্রথম ১২ বছর বাড়িতেই তৈরিত হয়, এক্ষেত্রে মা-ই হলেন প্রধান কারিগর।" তিনি জোর দিয়ে বলেন যে, পুরুষ ও নারীর মধ্যে 'সমান অংশীদারিত্ব অপরিহার্য'। তিনি উল্লেখ করেন যে, ঐতিহাসিকভাবে নারীদের ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও, সেই পরিস্থিতি এখন বদলে গিয়েছে।

ভাগবত আরও বলেন যে, সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে 'লাভ জিহাদ' বন্ধ করার জন্য তিনটি স্তরে প্রচেষ্টা প্রয়োজন।

সংঘ প্রধানের এই মন্তব্যে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভাগবতের বক্তব্যের মূল ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন যে, প্রাপ্তবয়স্কদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার রয়েছে।

মহারাষ্ট্রের অমরাবতীতে বক্তব্য রাখতে গিয়ে ওয়েইসি বলেন, যদি 'লাভ জিহাদ' হয়েই থাকে, তবে সংসদে তাঁর তথ্য উপস্থাপন করা উচিত। তিনি বিজেপি এবং মোহন ভাগবতকে এই শব্দটির সংজ্ঞা দিতে এবং গত ১১ বছরের রেকর্ড সরবরাহ করতে বলেন। যোগ করেন যে, কর্মসংস্থান, চীন ও লাদাখের মতো বড় বিষয়ে কেন মোহন ভগবতদের "কিছু বলার নেই।"