আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালের ৪ ডিসেম্বর নৌসেনা দিবসে  উদ্বোধন করেছিলেন ছত্রপতি শিবাজির মূর্তি। এক বছর হওয়ার আগেই, আচমকা ভেঙে পড়ে ৩৫ ফুটের ওই মূর্তি। সোমবার এই বিশাল মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। স্বাভাবিক ভাবেই, এই বিশাল মূর্তি মাত্র এক বছরের মাথায় ভেঙে পড়ল কীভাবে? প্রশ্ন উঠছে তা নিয়ে।

 

মূর্তি ভাঙার পরেই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, টানা প্রবল বর্ষণের মাঝেই ঘটে গিয়েছে এই ঘটনা। উদ্ধব ঠাকরে ঘটনায় রাজ্য সরকার অর্থাৎ শিন্ডে সরকারের দিকেই আঙুল তুলেছেন। শরদ পাওয়ারের এনসিপিরও অভিযোগের তীর সেই শিন্ডে-শিবিরের দিকেই। অভিযোগ শিন্ডে সরকার নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করেছিল মূর্তি, আর তাতেই বছর ঘোরার আগে ভেঙে পড়ে শিবাজির মূর্তি।

 

তবে মঙ্গলবার সকালে, সিন্ধুদুর্গে শিবাজির মূর্তি ভেঙে পরার কারণ হলনাট-বল্টুতে জং ধরা। মূর্তি ব্যবহারের সময় নিম্নমানের নাট-বল্টু ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যে মূর্তি তৈরির ঠিকাদার জয়দীপ আপ্তে এবং নির্মাণ পরামর্শদাতা চেতন প্যাটিলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।