আজকাল ওয়েবডেস্ক : বাজার হোক বা রাস্তাঘাট, অনেক ধরণের আইসক্রিম তো খেয়েছেন। তবে হুইস্কি আইসক্রিম কী কখনও চেখে দেখেছেন। সম্প্রতি হায়দরাবাদে এমনই একটি হুইস্কি আইসক্রিমের কারখানার হদিশ পেয়েছে প্রশাসন। সেখানে অতি যত্ন করে তৈরি করা হত এই হুইস্কি আইসক্রিম।

 

হায়দরাবাদের আবগারি বিভাগ বিশেষ অভিযান চালিয়ে এই আইসক্রিম কারখানার সন্ধান পেয়েছে। একটি আইসক্রিম পার্লারেই দেদার বিক্রি হত এই হুইস্কি আইসক্রিম। ঘটনার জেরে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর। হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় ছিল এই কারখানাটি। আইসক্রিমের ১০০ গ্রামের মধ্যে ৬০ গ্রাম হুইস্কি মেশান হত। এরপর এই হুইস্কি আইসক্রিম চড়া দামে বিক্রি করা হত।

 

কারখানা থেকে প্রায় ১২ কেজির একটি হুইস্কি আইসক্রিমও নষ্ট করেছে আবগারি দপ্তরের অফিসাররা। কারখানার দুই মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই হুইস্কি আইসক্রিম নিয়ে যথেষ্ট উৎসাহিত ছিলেন এলাকাবাসী। হঠাৎ এই কারখানা বন্ধ করে দেওয়ার কিছুটা হলেও তারা হতাশ। হাতের কাছে এমন একটা সুবিধা থেকে তারা বঞ্চিত হল।