আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুক্রবার জম্মু-কাশ্মীরে উদ্বোধন হয়ে গেল দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের। জম্মুর কাটরা থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত চলবে ট্রেনগুলি। এতদিন কেবল কাশ্মীর উপত্যকার বানিহাল ও বারামুল্লার মধ্যে এবং জম্মু অঞ্চলের জম্মু, উধমপুর এবং কাটরার মধ্যে ট্রেন পরিষেবা চালু ছিল।

২৭২ কিমি লম্বা উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অংশ এটি। এই প্রকল্পটি কাশ্মীর এবং দেশের অন্যান্য অংশের মধ্যে সর্ব-আবহাওয়া, নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ স্থাপন করবে। এর লক্ষ্য উপত্যকার আর্থসামাজিক চিত্রে পরিবর্তন আনা। ট্রেনগুলি যে কোনও আবহাওয়ায় চলাচলে সক্ষম। চেনাব সেতু ধরে কাটরা এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণ করতে মাত্র তিন ঘন্টা সময় লাগবে। যা বর্তমান ভ্রমণ সময়ের দুই থেকে তিন ঘণ্টা কম।

উত্তর রেলওয়ে ৭ জুন থেকে শ্রীনগর এবং শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নিয়মিত পরিষেবা শুরু করার ঘোষণা করেছে। এই ট্রেনগুলি সপ্তাহে ছয় দিন চলবে। বর্তমানে, দুই জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। ২৬৪০১ কাটরা-শ্রীনগর, ২৬৪০২ শ্রীনগর-কাটরা, ২৬৪০৩ কাটরা-শ্রীনগর এবং ২৬৪০৪ শ্রীনগর-কাটরা চালু করা হয়েছে। যা বানিহালেও থামবে।

?ref_src=twsrc%5Etfw">June 6, 2025

আইআরসিটি অ্যাপ অনুযায়ী, ২৬৪০১ কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের চেয়ার কার সিটের জন্য ৭১৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ১,৩২০ টাকা দিতে হবে। ২৬৪০৩ নম্বরের ট্রেনের জন্য চেয়ার কার সিটের জন্য ৬৬০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ১,২৭০ টাকা ভাড়া দিতে হবে। শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত ট্রেন নম্বর ২৬৪০২-এর টিকিটের দাম ৮৮০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১,৫১৫ টাকা দেখানো হয়েছে। ট্রেন নম্বর ২৬৪০৪-এর টিকিটের দাম চেয়ার কারের জন্য ৭১৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য ১,৩২০ টাকা।

উত্তর রেলওয়ের তথ্য অনুযায়ী, দু’টি বন্দে ভারত ট্রেন এই রুটে প্রতিদিন মোট চারবার চলবে। ট্রেন নম্বর ২৬৪০১ কাটরা থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে শ্রীনগরে পৌঁছাবে সকাল ১১টা ০৮ মিনিটে। ফিরতি পথে, এটি শ্রীনগর থেকে দুপুর ২টোয় ছেড়ে বিকাল ৪টে ৫৮ মিনিটে কাটরা পৌঁছাবে। মঙ্গলবার এই ট্রেন চলবে না।

ট্রেন নম্বর ২৬৪০৩ কাটরা থেকে দুপুর ২টো ৫৫ মিনিটে ছেড়ে শ্রীনগরে বিকেল ৫টা ৫৩ মিনিটে পৌঁছাবে। শ্রীনগর থেকে এর ফিরতি যাত্রা পরের দিন খুব ভোরে শুরু হবে, কাটরায় রাত ৮টায় পৌঁছাবে। এই ট্রেন বুধবার চলবে না।