আজকাল ওয়েবডেস্ক : ইদানিং সময় নতুন জালিয়াতি শুরু করেছে সাইবার অপরাধীরা। এর নাম দেওয়া হয়েছে ডিজিটাল অ্যারেস্ট। এর মাধ্যমে সাইবার অপরাধীরা তাদের কথার মাধ্যমে সাধারণ মানুষকে অতি সহজে বোকা বানিয়ে নেয়। তবে জানেন কী কোন কায়দা করে করা হয় এই ডিজিটাল অ্যারেস্ট। 

 

সাইবার অপরাধীরা এখানে কোনও একজনকে ফোন করে। এরপর তাকে বলে তিনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছে। এখানে নিজেকে কোনও একজন সরকারি অফিসার হিসাবে পরিচয় দেয় ওই সাইবার অপরাধী। আপনাকে ফোন করে বলা হয় আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন। আপনার সব একাউন্ট সিল করে দেওয়া হয়েছে। 

 

এবার আপনি যত ভয় পেতে শুরু করবেন সেই সুযোগ নেবে সাইবার অপরাধী। ধীরে ধীরে আপনার বিশ্বাস অর্জন করবে সে। এরপর কায়দা করে আপনার সব তথ্য জেনে নেবে সে। আপনি যে সময় তার সঙ্গে কথা বলবেন সেই সময় সে আপনার ব্যাঙ্ক থেকে টাকা সরাতে শুরু করবে। নিমিষে আপনার ব্যাঙ্ক একাউন্ট ফাঁকা হয়ে যাবে। 

 

এর মোকাবিলা করার জন্য সিবিআই চেষ্টা করছে। তবে যদি কোনও মানুষ এদের কথায় বিশ্বাস করে নেন তাহলে আর কোনও কিছু করার থাকবে না। হাজার চেষ্টা করেও আপনার টাকা উদ্ধার করা যাবে না। তাই যদি আগে থেকে সতর্ক হওয়া যায় তবে এর থেকে মুক্তি সম্ভব।