আজকাল ওয়েবডেস্ক: ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড়ে মৃত্যুমিছিল অব্যাহত। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ওয়েনাড়ে মৃত বেড়ে ২৮৯। আহত দুই শতাধিক বাসিন্দাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এ পর্যন্ত হাজারের অধিক বাসিন্দাকে উদ্ধার করে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছেন কি না, চলছে তার খোঁজ।

শুক্রবার, ওয়েনাড়ে উদ্ধারকাজের চতুর্থ দিন। আজও ড্রোন উড়িয়ে চলছে মৃতদেহ, জীবিতদের খোঁজ। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী মিলে উদ্ধারকারীরা ৪০টি দল গঠন করে ছয়টি এলাকায় একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। নিশ্চিহ্ন এলাকায় কাদামাটির নীচে, পাথরের তলায় আর কেউ চাপা পড়ে আছেন কি না, তার জন্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি উদ্ধারকাজের জন্য তামিলনাড়ু থেকে আরও চারটি স্নিফার ডগ আনা হয়েছে। স্বপ্ন সময়ে অস্থায়ী ব্রিজ তৈরি করে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার বিপর্যস্ত ওয়েনাড় পরিদর্শন করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড়ের দুর্দশার বর্ণনা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাহুল। ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। দুই তৃণমূল সাংসদের প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা করেছেন তিনি। সাকেত গোখলে এবং সুস্মিতা দেব ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন।