আজকাল ওয়েবডেস্ক : কথায় আছে কারও পৌষমাস তো কারও সর্বনাশ। ওয়েনাড জুড়ে এখন শুধু হাহাকার। ইতিমধ্যে মারা গিয়েছেন ৩৫০ জন। আহত আরও অনেক। নিখোঁজ রয়েছেন ১০০ জন। এর মধ্যে নতুন বিপদ। গোটা এলাকায় বেড়েছে চোরের উৎপাত।
যে সব বাড়িগুলি ধসে গিয়েছে সেখানে দিব্যি নিজের হাত সাফাই করছে চোরের দল। এক পরিবার জানিয়েছে তারা তাঁদের বাড়িতে গিয়ে তারা দেখেন সেখানে দরজা ভেঙে দেওয়া হয়েছে। যেখানে কিছু অলংকার ছিল সেখানে সেগুলি নেই। গোটা ঘর ঘেটে দেখেছে চোরের দল।
পুলিশের কাছে তারা রিপোর্ট করেছে। পুলিশ জানিয়েছে এই ধরণের রিপোর্ট তারা প্রথম পেলেন। এই এলাকা এখন প্রশাসনের মধ্যে। সেখানে কী করে চুরি হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিপদে যেখানে মানুষের মধ্যে জীবন নিয়ে লড়াই চলছে সেখানে কী ভাবে চুরি হচ্ছে তা দেখা দরকার। যদি কেউ এই রকম অপরাধ করে থাকে তবে তার বিরুদ্ধে চরম শাস্তি হবে।
রাতের বেলা এই চুরি ঘটছে বলে জানা গিয়েছে। তাই রাতের দিকে পুলিশ নজরদারি বাড়ানো হচ্ছে। প্রসঙ্গত, রবিবার ষষ্ঠ দিনে পড়ল ওয়েনাডের উদ্ধার কাজ। এদিন ১৩০০ জনকে একসঙ্গে এই কাজে লাগানো হয়েছে। তার মধ্যে চোরের এই কীর্তি নতুন করে মাথাব্যাথা হল প্রশাসনের।
যে সব বাড়িগুলি ধসে গিয়েছে সেখানে দিব্যি নিজের হাত সাফাই করছে চোরের দল। এক পরিবার জানিয়েছে তারা তাঁদের বাড়িতে গিয়ে তারা দেখেন সেখানে দরজা ভেঙে দেওয়া হয়েছে। যেখানে কিছু অলংকার ছিল সেখানে সেগুলি নেই। গোটা ঘর ঘেটে দেখেছে চোরের দল।
পুলিশের কাছে তারা রিপোর্ট করেছে। পুলিশ জানিয়েছে এই ধরণের রিপোর্ট তারা প্রথম পেলেন। এই এলাকা এখন প্রশাসনের মধ্যে। সেখানে কী করে চুরি হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিপদে যেখানে মানুষের মধ্যে জীবন নিয়ে লড়াই চলছে সেখানে কী ভাবে চুরি হচ্ছে তা দেখা দরকার। যদি কেউ এই রকম অপরাধ করে থাকে তবে তার বিরুদ্ধে চরম শাস্তি হবে।
রাতের বেলা এই চুরি ঘটছে বলে জানা গিয়েছে। তাই রাতের দিকে পুলিশ নজরদারি বাড়ানো হচ্ছে। প্রসঙ্গত, রবিবার ষষ্ঠ দিনে পড়ল ওয়েনাডের উদ্ধার কাজ। এদিন ১৩০০ জনকে একসঙ্গে এই কাজে লাগানো হয়েছে। তার মধ্যে চোরের এই কীর্তি নতুন করে মাথাব্যাথা হল প্রশাসনের।
