আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে পরপর ভূমিধস। ঈশ্বরের আপন দেশ গত কয়েকদিনে পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। জলের তলায় ঘর বাড়ি, ভাসছে মৃত দেহ, যানবাহন। রাস্তাঘাটের চিহ্ন নেই। চারদিকে স্বজন হারানোর আর্তনাদ। ঘরবাড়ি খুইয়ে বেঁচে গিয়েছেন যাঁরা, তাঁদের চোখে শুধুই হতাশা। বৃহস্পতিবার শেষ পাওয়া তথ্য বলছে, ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাড়ে প্রাণ গিয়েছে আড়াইশোর বেশি। নিখোঁজ দুইশতের বেশি মানুষ। আগামী কয়েকদিনও সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আর এসবের মাঝেই ভয় বাড়াল স্যাটেলাইট চিত্র। উপগ্রহ চিত্রে আরও স্পষ্ট হয়েছে কেরলের ভূমিধসের ছবি। দেখা যাচ্ছে, এক রাতেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় ৮৬ হাজার বর্গ মিটার। ধুয়ে মুছে সাফ পরপর চারটি গ্রাম।
ভারতীয় উপগ্রহ দ্বারা তোলা হাই রেজোলিউশনের ওই ছবি গুলি দেখে এই মুহূর্তে শিউরে উঠছেন আবহাওয়াবিদরা। তাতে দেখা যাচ্ছে, ভয়াবহ ওই রাতে ধস নামে ৮৬ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে। ইরুভাইফুজা নদীতে কার্যত ভেঙে পড়ে বিস্তীর্ণ পাহাড়ী এলাকা। জলের স্রোত সবকিছুকে প্রবল স্রোতে অন্তত ৮ কিলোমিটার পর্যন্ত ভাসিয়ে নিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ওই ছবিগুলিতে। মনে করা হচ্ছে, একসঙ্গে পাঁচটি রাষ্ট্রপতি ভবনের সমান জায়গা নিমেষে ভেঙে পড়ে নদীর জলে।
তবে চিন্তা বাড়াচ্ছে আরও এক তথ্য। স্যাটেলাইট চিত্র জানাচ্ছে, ওই নির্দিষ্ট এলাকায় আগেও ভূমিধস নেমেছে।
আর এসবের মাঝেই ভয় বাড়াল স্যাটেলাইট চিত্র। উপগ্রহ চিত্রে আরও স্পষ্ট হয়েছে কেরলের ভূমিধসের ছবি। দেখা যাচ্ছে, এক রাতেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় ৮৬ হাজার বর্গ মিটার। ধুয়ে মুছে সাফ পরপর চারটি গ্রাম।
ভারতীয় উপগ্রহ দ্বারা তোলা হাই রেজোলিউশনের ওই ছবি গুলি দেখে এই মুহূর্তে শিউরে উঠছেন আবহাওয়াবিদরা। তাতে দেখা যাচ্ছে, ভয়াবহ ওই রাতে ধস নামে ৮৬ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে। ইরুভাইফুজা নদীতে কার্যত ভেঙে পড়ে বিস্তীর্ণ পাহাড়ী এলাকা। জলের স্রোত সবকিছুকে প্রবল স্রোতে অন্তত ৮ কিলোমিটার পর্যন্ত ভাসিয়ে নিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ওই ছবিগুলিতে। মনে করা হচ্ছে, একসঙ্গে পাঁচটি রাষ্ট্রপতি ভবনের সমান জায়গা নিমেষে ভেঙে পড়ে নদীর জলে।
তবে চিন্তা বাড়াচ্ছে আরও এক তথ্য। স্যাটেলাইট চিত্র জানাচ্ছে, ওই নির্দিষ্ট এলাকায় আগেও ভূমিধস নেমেছে।
