আজকাল ওয়েবডেস্ক: বাথরুমের জল দিয়ে মেডিক্যাল কলেজে রান্না করা হয়! সেই খাবার পরিবেশন করা হয় চিকিৎসক থেকে অধ্যাপকদের। সম্প্রতি একটি ভিডিও ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চালাচ্ছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য দপ্তরে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে। গত সপ্তাহে নেতাজি সুভাষচন্দ্র বোস মেডিক্যাল কলেজে ন্যাশনাল মেডিক্যাল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামী চিকিৎসক, বিশেষজ্ঞরা এই কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন। কলেজের তরফেই আমন্ত্রিতদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। 

কনফারেন্সের পরেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওতে দেখা গেছে, বাথরুমের পিছনেই রান্না করা হচ্ছে। অনেকেরই ধারণা, বাথরুম থেকে জল এনে রান্নায় ব্যবহার করা হয়েছে। বাথরুমে কমোডের পাশের নল থেকে পাইপের মাধ্যমে জল পৌঁছে যাচ্ছে রান্না করার জায়গায়। সেখানেই সবজি ধোয়া হচ্ছিল। রান্নার বাসনপত্র রাখা ছিল একপাশে। 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন, বাথরুমের জল দিয়ে রান্না নয়, বাসনপত্র ধোয়া হয়েছিল। ঘটনাটি ঘিরে তদন্ত চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর।