নিতাই দে, আগরতলা: আর স্কুলে যাবে না মায়ের হাত ধরে। আর মা বলে ডাকবে না সাড়ে চার বছরের দীপ্ত বিশ্বাস। এমনই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল বিলোনিয়া। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মারুতি গাড়ির ধাক্কায় প্রাণ গেল নার্সারির ছাত্র দীপ্ত বিশ্বাসের। প্রত্যেক দিনের মত আজও মায়ের হাত ধরে স্কুলে গিয়েছিল সে। স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এই শিশুটির। 

 

 হাসপাতাল চত্বরে যেন শোকার্ত পরিবেশ। হাসপাতালে উপস্থিত চিকিৎসক চিকিৎসার কাজে জড়িত এবং চিকিৎসা করাতে আসা মানুষ শোকাতুর। ঘটনার খবর পেয়ে বিলোনিয়ার ওই নার্সারি বিভাগের শিক্ষক শিক্ষিকারা হাজির হন । ওই পড়ুয়া বিদ্যালয়ের প্রি কেজি থ্রির ছাত্র ছিল। বয়স সাড়ে চার বছর । নাম দীপ্ত বিশ্বাস। বাবা কালিপদ বিশ্বাস। বাড়ি ঝরঝরি এলাকায় । 

 

স্কুল ছুটির পরে মায়ের সাথে বাড়িতে যাওয়ার সময় মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট দীপ্ত। এই দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন ঝরঝরি এলাকায় মঙ্গলবার সকালে মায়ের সামনেই এই দুর্ঘটনাটি ঘটে। যে মারুতি ভ্যানের চালক সাড়ে চার বছরের পড়ুয়া স্কুল ছাত্র দীপ্তকে ধাক্কা মারে তড়িঘড়ি আহত দীপ্তকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দীপ্তকে মৃত বলে ঘোষণা করেন।