আজকাল ওয়েবডেস্ক: ইঁদুর দৌড়ের জীবন। অফিস, ঘর, ব্যস্ততা। সাম্প্রতিককালে একবার নয়, বারবার দেশে-বিদেশে নানা জায়গায় অফিসে কর্মীর সঙ্গে অমানবিক আচরণের ছবি ফুটে উঠেছে। কেরলের যে ঘটনা সামনে এসেছে, তাতে শিউরে উঠছেন সাধারণ মানুষ।

কেরলের ওই সংস্থার অমানবিক দৃশ্যের একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সংস্থা কর্মীদের সারাবছরের কাজের লক্ষ্যমাত্রা দিয়েছিল। ওই কর্মী লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তাঁকে শিকলবন্দী কুকুরের মতো হাঁটু মুড়ে হাঁটতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, মেঝে চাটতেও বাধ্য করা হয় বলে জানা গিয়েছে।  

ভিডিও স্থানীয় সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভের প্রকাশ ঘটে। তীব্র নিন্দা জানিয়েছিলেন সে রাজ্যের শ্রমমন্ত্রীও। যদিও শুরু থেকেই ওই সংস্থা দাবি করেছিল এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী, যে ব্যক্তি এই ভিডিও পোস্ট করেছিলেন তিনি তুলে নিয়েছেন ভিডিওটি। সর্ব ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ব্যক্তি জানিয়েছেন সম্পূর্ণ অন্য একটি কারণে ভিডিওটি বানানো হয়েছিল।