আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আসরে জমজমাট ভিড়। গান-বাজনায় মেতে আমন্ত্রিতরা। বিয়ের অনুষ্ঠানে হুল্লোড়ের মাঝে আচমকাই বদলে গেল আমন্ত্রিতদের মেজাজ। সন্ধের পর থেকেই ভিড় বাড়ছিল খাবারের স্টলে। কিছুক্ষণ পরে সেই স্টলের সামনে খাবার নিয়ে মারপিট করলেন আমন্ত্রিতরা। সেই মুহূর্তের ভিডিও হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, বিশাল একটা মাঠে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার দুই পাশে খাবারের স্টল সাজানো। একদিকে লোভনীয় আমিষ খাবারের স্টল, অন্যদিকে সুস্বাদু নিরামিষ খাবারের স্টল। ডিনারের জন্য আমন্ত্রিতরা ভিড় জমাচ্ছেন শুধুমাত্র আমিষ খাবারের স্টলের সামনে। রাত বাড়তেই ওই এলাকায় চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dr. Mohd. Junaid (@swagsedoctorofficial)