আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনে আচমকা হুড়োহুড়ি। আতঙ্কেই প্রাণপণে দৌড় যাত্রীদের। তড়িঘড়ি কামরা ছেড়ে পালাতে পারলেই যেন হাঁফ ছেড়ে বাঁচবেন। কারণ? চলন্ত ট্রেনের কামরায় হঠাৎ দেখা অজগর সাপে‌র। ব্যাগ রাখার তাক থেকে ঝুলছে সেই অজগর সাপ। তাও আবার এক নাবালকের মুখের সামনে। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। 

সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি সাপের ভিডিও ঘিরে তুমুল শোরগোল ছড়িয়েছে। কী দেখা গেছে তাতে? চলন্ত ট্রেনের কামরায় এক সিটে পাশাপাশি বসে আছে এক নাবালক ও এক মহিলা। হঠাৎ ব্যাগ রাখার তাকের মাঝখান দিয়ে একটি অজগর সাপ নীচে নেমে আসে। ঘুমন্ত নাবালকের মুখের সামনে চলে আসে অজগর সাপটি। 

যে দৃশ্য দেখেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। এক্স হ্যান্ডেলে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, 'দুঃস্বপ্ন'। ইতিমধ্যেই ৩২ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলে, কে কীভাবে প্রতিক্রিয়া দেখাতেন তাও মন্তব্য করেছেন নেটিজেনরা। 

কিন্তু ভিডিওতে যা দেখা গেছে, তা আদতেই বাস্তবে ঘটেছে কি? প্রথমে দাবি করা হয়েছিল, মধ্যপ্রদেশের এক গ্রামের কাছে ভারতীয় রেলের কামরার মধ্যেই অজগর সাপটি দেখা গেছে। পরবর্তীতে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে বানানো। আদতেই এটি ঘটেনি। কিন্তু কীভাবে বুঝবেন? 

প্রথমত, নাবালক যে সিটে বসে আছে, সেটি দেখেই অনেকের সন্দেহ হয়েছে। ভারতীয় রেলের সিট এমন হয় না। দ্বিতীয়ত, সাপটি না দেখেই নাবালকের পাশে বসা মহিলা 'সাপ, সাপ' বলে চিৎকার করতে শুরু করেন। ভারতীয় রেলের কামরায় অতীতে বহুবার সাপের উপস্থিতি দেখা গেছে। তবে এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। 

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে ট্রেনের কামরায় বাস্তবে এমন একটি ঘটনা ঘটেছিল। চলন্ত ট্রেনের এসি কামরায় মাঝে মাঝেই শোনা যায় ফোঁসফোঁস শব্দ। খানিকটা নড়ে ওঠে পর্দাও। জানলার পাশে কী আছে, প্রথমে কিছুই টের পাননি কেউই। কিছুক্ষণ পর পর্দা সরাতেই চোখ ছানাবড়া হয়ে যায় কামরার যাত্রীদের। এসি কামরার জানলার পাশেই ছিল বিরাট সাপ। দীর্ঘক্ষণ ওভাবেই গুটিয়ে ছিল সেটি। পর্দা সরাতেই তার উপস্থিতি দেখেই আঁতকে ওঠেন সকলে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভাস্কো দা গামা এক্সপ্রেসে। ঝাড়খণ্ড থেকে গোয়াগামী ওই ট্রেনের এসি টু টায়ার কামরায় উদ্ধার হয়েছে সাপটি। ২১ অক্টোবর ওই কামরায় ছিলেন এক বৃদ্ধ দম্পতি। তাঁদের সিটের পাশ থেকে পর্দা সরাতেই উদ্ধার করা হয়েছে সাপটি। যা ঘিরে ভারতীয় রেলে আবারও যাত্রীদের নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। 

বৃদ্ধ দম্পতির ছেলে অঙ্কিত কুমার সিনহা এক্স হ্যান্ডেলে ঘটনাটি জানান। পোস্টে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও ট্যাগ করেন তিনি। অঙ্কিত জানান, তাঁর বাবা-মা ওই ট্রেনের যাত্রী ছিলেন। তাঁদের সিটের জানলার পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। 

জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে হইচই শুরু হতেই আরআরসিটিসি-র কর্মীরা সেখানে পৌঁছে যান। সাদা চাদর পেঁচিয়ে সাপটিকে ধরেও ফেলেন। পরে সেটিকে বাইরে ফেলে দেওয়া হয়। রেলওয়ে সেবা দলের তরফে জানানো হয়েছে, বিষয়টি জানতে পেরেই প্রতিনিধিরা পৌঁছে সাপটিকে উদ্ধার করেছেন। কিন্তু কোথা থেকে সেটি এল তা এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।