আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সের প্রশংসা করার অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সচিন ভারাডকর শিব সেনার (একনাথ শিন্ডে গোষ্ঠী) ৫০-৬০ জন কর্মীকে নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালায়। পরে, কিশোর ও তাঁর পরিবারের বিরুদ্ধে "দেশদ্রোহী স্লোগান" দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করে ভারাডকর।
পুলিশ কিশোরের বাবা-মা ও কিশোরকে গ্রেপ্তার করে। পরের দিন, হিন্দুত্ববাদী সংগঠন সাকাল হিন্দু সমাজ একটি মিছিল বের করে কিশোরের পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই দিনে, মালভন পৌরসভা কোনও নোটিশ না দিয়ে কিশোরের বাড়ি ও দোকান এবং তার কাকুর দোকান ভেঙে দেয়, যা সুপ্রিম কোর্টের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনার বিষয়ে আতঙ্কে মুখ বন্ধ রাখছেন। কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে জানান যে, স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে।
রানে পরিবারকে এই উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করা হচ্ছে। শিব সেনার (একনাথ শিন্ডে) বিধায়ক নীলেশ রানে নিজের সোশ্যাল মিডিয়ায় বাড়ি ধ্বংসের ছবি শেয়ার করে বলেছিলেন, "আমরা এই অভিবাসীকে জেলাশহর থেকে বের করে দেব।"
