আজকাল ওয়েবডেস্ক: গুজরাটে প্রবল বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হয়েছে। তবে এখানেই শেষ নয়, ভদোদরাবাসীর এখন প্রধান মাথাব্যথা হয়েছে কুমিরের উৎপাত। এর সঙ্গে এক অসম লড়াই করছেন সেখানকার বাসিন্দারা। সামনেই রয়েছে বিশ্বামিত্র নদী। সেই নদী এখন বন্যার ফলে উপচে পড়েছে ফলে যা হওয়ার তাই।
নদী থেকে কুমির ভেসে এসে ঢুকে পড়েছে শহরের অলিতে গলিতে। এক একটি কুমিরের মাপ প্রায় ১০ থেকে ১৫ ফুট। তাঁদেরকে দেখা যাচ্ছে রাস্তা, পার্ক, বাড়ি, বিশ্ববিদ্যালয় সর্বত্র। এযেন গোটা শহরটাই ছোটোখাটো একটি চিড়িয়াখানা তৈরি হয়েছে। এমনকি একটি বাড়ির ছাদে পর্যন্ত উঠে গিয়েছে জলের এই সরীসৃপটি।
বিশ্বমিত্র নদীতে প্রায় ৩০০ কুমিরের বাস রয়েছে। সেখানে জল বইছে বিপদসীমার বহু উপরে। ফলে সেখান থেকে কুমিররা অতি সহজেই শহরে ঢুকে পড়েছে। এরপর সেগুলিকে ফের ধরে নিয়ে গিয়ে নদীতে ছাড়াই এক বাড়তি সমস্যা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, গুজরাটে বন্যার জেরে ইতিমধ্যেই ২৬ জনের মৃত্যু ঘটেছে। সতেরোশোর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণশিবিরে রয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। উদ্ধারকাজে দিনরাত কাজ করছে ভারতীয় সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ। এখনও পর্যন্ত বন্যার জেরে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে ভদোদরা, দ্বারকা, জামনগর, রাজকোট এবং কুচ।
