আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সাহারানপুরের বিদ্যুৎ বিভাগের এক চুক্তিভিত্তিক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইদের দিন নমাজ শেষে প্যালেস্টাইনের পতাকা ওড়ানোর অভিযোগে ওই কর্মীর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হয় বলে জানানো হয়েছে। বিদ্যাৎ বিবাগের আধিকারকরা জানিয়েছেন, কৈলাশপুর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সাকিব খান ৩১শে মার্চ ঈদের নামাজের পর প্যালেস্টাইনের পতাকা ওড়ান।

এই পতাকা ওড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরই সাকিবকে বরখাস্তের নোটিশ ধরানো হয়েছে।

বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার বলেছেন, "সাকিবের কাজ নিঃসন্দেহে নিন্দার। তিনি ওই পতাকা শুধু উড়িয়েই খান্ত হননি, তা আবার সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। বিষয়টি বিভাগের নজরে আসার পর, এটি একটি দেশবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচিত হয় এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে একটি চিঠি লেখা হয়। সাকিব খানকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।"

এই ঘটনার পর জেলার আটজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের প্যালেস্টাইনের পতাকা ওড়ানো এবং স্লোগান তুলতে একটি ভিডিও-তে দেখা গিয়েছে।।

কর্তৃপক্ষ ব্যাপকভাবে প্রচারিত ফুটেজের ভিত্তিতে জড়িত অন্যান্য ব্যক্তিদের সনাক্ত করছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।

পুলিশ সুপার (শহর) ব্যোম বিন্দাল ৩১ মার্চ বলেছিলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আমাদের নজরে এসেছে। যেখানে কিছু তরুণকে অন্য দেশের পতাকা ওড়াতে দেখা যাচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, যার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" ব্যোম জানিয়ে ছিলেন যে, আম্বালা রোড ঈদগাহে নামাজ পড়ার পর, কিছু তরুণ অন্য দেশের পতাকা উড়িয়ে স্লোগান দেয়, যা পুলিশ তাৎক্ষণিকভাবে সরিয়ে দেয়।