আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা অঞ্চলে শুক্রবার সকালে এক ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৪৮ জন শ্রমিক তুষারের নিচে চাপা পড়ে, যার মধ্যে একজনকে উদ্ধার করা হলেও তিনি পরে আহত অবস্থায় মারা যান। এখনো সাত জন শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং তাঁদের উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উদ্ধারকৃত শ্রমিকদের মানা এলাকায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানা গ্রাম ও মানা পাসের মধ্যবর্তী অঞ্চল থেকে প্রায় ৬৫ জন উদ্ধারকর্মী গভীর তুষারের মধ্যে রাতভর উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রবল তুষারঝড় এবং ঝাপসা পরিবেশের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। তুষারপাতের পূর্বাভাস থাকায় নিখোঁজদের উদ্ধারের জন্য আরও তৎপরতা বাড়ানো হয়েছে।
উত্তরাখণ্ডের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা অনুযায়ী, তুষারের নিচে চাপা পড়া শ্রমিকরা বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের বিভিন্ন রাজ্য থেকে এসেছিলেন। তবে এদের মধ্যে ১০ জনের নাম প্রকাশিত হলেও তাঁদের রাজ্যের নাম উল্লেখ করা হয়নি।
তুষারধসটি সকাল ৫:৩০ থেকে ৬:০০ এর মধ্যে ঘটে, যখন সীমান্ত সড়ক সংগঠন (BRO) ক্যাম্প বরফের নিচে চাপা পড়ে। দুর্ঘটনাস্থলে দ্রুত সেনাবাহিনীর ১০০ জনের বেশি উদ্ধারকারী দল পাঠানো হয়। এছাড়াও NDRF-এর চারটি দল চামোলিতে পৌঁছেছে এবং আরও চারটি দল প্রস্তুত রাখা হয়েছে। ভারতীয় বায়ুসেনার Mi-17 হেলিকপ্টারও উদ্ধার কাজে যোগ দিয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরিস্থিতির উপর নজর রাখছেন এবং উদ্ধার কাজের তদারকি করছেন।
