আজকাল ওয়েবডেস্ক: শ্রাবণ মাস পড়লেই শুরু হবে কানওয়ার যাত্রা। ইতিমধ্যেই এই যাত্রা ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছে। এসবের মধ্যেই
ঝামেলা এড়াতে বড় পদক্ষেপ করল উত্তরাখণ্ড সরকার। কানওয়ার ভক্তদের তীর্থযাত্রার সময় ব্যবহৃত মহাসড়ক এবং রাস্তাগুলিতে অবস্থিত প্রায় ২৮টি মদের দোকান ঢেকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
হরিদ্বার জেলা আবগারি আধিকারিক কৈলাস চন্দ্র বিনজোলা আইএএনএসকে বলেন, "দোকানগুলি, তাদের সাইনবোর্ড সহ, পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে। তবে, সেগুলি বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।" তাঁর দাবি, ভক্তদের যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এবং তীর্থযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তাই দোকানগুলি পর্দা দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, "প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে যে, কানওয়ারিয়াদের যে পথে যায়, সেখানে প্রায় ২৮টি দোকান রয়েছে। তীর্থযাত্রা শুরুর আগেই সেগুলি ঢেকে দেওয়া হবে।"
আবগারি আধিকারিক কৈলাস চন্দ্র বিনজোলার হুঁশিয়ারি, নির্দেশাবলী মেনে না চললে দোকান মালিকদের নোটিশ জারি করা হবে।
কানওয়ারিয়াদের যাত্রাপথের ধারে ধাবা এবং হোটেলগুলিতে মালিকদের নাম, খাদ্য লাইসেন্স, মেনু এবং দামের তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শনের জন্য প্রশাসন কর্তৃক জারি করা নির্দেশাবলীর পাশাপাশি মদের দোকানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গত সপ্তাহের শুরুতে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আসন্ন কানওয়ার যাত্রার ব্যবস্থা পর্যালোচনা করেছিলেন এবং কানওয়ারিয়াদের জন্য একটি পরিষ্কার, নিরাপদ এবং সুরক্ষিত তীর্থযাত্রা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কর্তাদের দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী ধামির সভাপতিত্বে উচ্চ-স্তরের বৈঠকে জনসাধারণের সুবিধার্থে উত্তরাখণ্ড কানওয়ার সেবা অ্যাপ চালু করা, বাধ্যতামূলক খাদ্য লাইসেন্স প্রদর্শন এবং ভুয়ো ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ-সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
মুখ্যমন্ত্রী ধামি প্রশাসনিক কর্তাদের পর্যাপ্ত পর্যায়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে সেই অভিজ্ঞতা এবং দক্ষতা রাজ্যে পরবর্তী কুম্ভমেলা আয়োজনে কাজে লাগানো যেতে পারে।
কানওয়ার যাত্রা যাতে ঠিক মতো হয় তাই রাজ্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। হরিদ্বার, রুরকি, ঋষিকেশ এবং আশেপাশের এলাকার ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতি ১-২ কিলোমিটারে মোবাইল টয়লেট, জল এবং বর্জ্য অপসারণের জন্য বিশেষ যানবাহন মোতায়েন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের প্রতি ৫ কিলোমিটারে স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতেও বলেছেন।
উত্তরাখণ্ড সরকার কানওয়ার সেবা অ্যাপ তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে, যা কানওয়ারিয়াদের সমস্ত তথ্য সরবরাহ করবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কানওয়ারের ভ্রমণ রুটের ধাবা এবং হোটেলগুলিকে নিরাপত্তা মান মেনে চলতে হবে এবং খাদ্য লাইসেন্স বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। তিনি বলেন, "এটি নিশ্চিত করতে হবে যে, ভ্রমণ নিয়ম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে। এই সময়কালে, ড্রোন এবং এআই প্রযুক্তির সাহায্যে ট্র্যাফিক পর্যবেক্ষণ করা উচিত।"
কানওয়ার যাত্রা হল একটি বার্ষিক তীর্থযাত্রা। শিব-ভক্তরা শ্রাবণ মাসে গঙ্গা থেকে পবিত্র জল সংগ্রহ করেন এবং সেই পবিত্র জল তাঁদের জন্মস্থানে ভগবান শিবকে উৎসর্গ করেন।
