আজকাল ওয়েবডেস্ক: ৪০ দিনে সাত বার কামড় খেয়েছেন। কিন্তু সাপ তাঁর কিছুই করতে পারেনি। প্রত্যেকবারই হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন উত্তরপ্রদেশের ফতেপুরের বাসিন্দা বিকাশ ডুবে। জানা গিয়েছে, ২ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ছয় বার সাপের কামড় খেয়েছেন তিনি। কিন্তু এই ঘটনাকে অলৌকিক বলে দাবি করেছে যুবকের পরিবার।



তাঁদের দাবি, প্রত্যেকবারই সাপে কামড়ানোর আগে বুঝতে পারে বিকাশ। সাত বার সাপে কামড়ানোর ঘটনা ঘটেছে শনি অথবা রবিবারেই। জানা গিয়েছে, কোনো এক তান্ত্রিকের কাছে গিয়েছিল বিকাশ। সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মোট নয় বার সাপের কামড় খাবে বিকাশ। অদ্ভুত ভাবে তাঁর বাঁচার সম্ভাবনা রয়েছে আট নম্বর কামড় পর্যন্ত। এখনও পর্যন্ত সাত বার কামড় খেয়েছে ওই যুবক।



পরপর এই ঘটনা ঘটতে থাকায় রীতিমত আতঙ্কিত যুবকের পরিবার। গত ২ জুন রাতে বিছানা থেকে ওঠার সময় প্রথমে একটি সাপে কামড় দেয়। তাঁর পরিবার তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সুস্থ হয়ে ফেরার পর ১০ জুন রাতে ফের সাপের কামড় খান বিকাশ। ফের হাসপাতালে ভর্তি হন তিনি। তার সাত দিন পর ১৭ জুন ফের তাঁকে সাপে কামড়ায়।



চতুর্থবারেও তিনি সাপের কামড় খান। একই নার্সিংহোমে তাঁকে ভর্তি করা করা হয়। সাপের আক্রমণ থেকে বাঁচতে বিকাশ নিজের বাড়ি থেকে মাসির বাড়ি গিয়ে থাকেন। সেখানেও সাপের কামড় খান তিনি। সাতবার সাপের কামড় খাওয়ার পরেও বেঁচে যাওয়ার ঘটনাকে অদ্ভুত বলে অভিহিত করেছেন চিকিৎসকরা।