আজকাল ওয়েবডেস্ক: সম্পর্ক ভাঙার পরেও একটানা উত্যক্ত করতেন প্রাক্তন প্রেমিক। এক, দুই বছর নয়, একটানা ১২ বছর ধরে ব্ল্যাকমেল করেছিলেন তিনি। এই অপরাধেই প্রাক্তন প্রেমিককে রেস্তোরাঁয় খেতে ডেকে অ্যাসিড ছুড়ে মারলেন তরুণী। রাগে, ক্ষোভে প্রাক্তন প্রেমিকের উপর অ্যাসিড হামলা করেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেস্তোরাঁয় খেতে এসেছিলেন দুইজনে। প্রথমে তরুণী আসেন। এর কয়েক মিনিট পর যুবক ওই টেবিলে এসে বসেন। দুজনে খাওয়াদাওয়া করে গল্প করছিলেন। আচমকা ব্যাগ থেকে একটি বোতল বের করে যুবকের দিকে অ্যাসিড ছুড়ে মারেন তরুণী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান যুবক।
রেস্তোরাঁর মালিকের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অ্যাসিড ছুড়ে মারতে গিয়ে তরুণীর গায়েও খানিকটা ছিটকে পড়ে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।
তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনি বিবাহিত ছিলেন। তখন এই যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। বিবাহ বিচ্ছেদের পর যুবক তাঁকে বিয়ের জন্য জোর করতেন। টানা ১২ বছর ধরে ব্ল্যাকমেল করছেন তিনি। প্রায়ই টাকা চাইতেন। না দিলেই ব্ল্যাকমেল করতেন। এই অবস্থা থেকে নিস্তার পেতেই অ্যাসিড হামলা করেন তিনি। তরুণীর বয়ান রেকর্ড করে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
