আজকাল ওয়েবডেস্ক: গোমূত্র, গোবর, দুধ, দই ও ঘি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী পঞ্চগব্যকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করে আয়ুর্বেদিক ওষুধের বৃহৎ উৎপাদনে নামছে উত্তরপ্রদেশ সরকার। এই উদ্যোগে দাঁতের মলম, চর্মরোগের ওষুধ ও নানা ধরনের আয়ুর্বেদিক প্রস্তুতি তৈরি হবে, যা ডায়াবেটিস, হৃদরোগ, হাঁপানি ও রক্তাল্পতার মতো ১৯টি রোগের চিকিৎসায় ব্যবহৃত হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আয়ুষ দপ্তর ও রাজ্যের গৌসেবা কমিশন। গোমূত্রের "রোগ প্রতিরোধক ও আরোগ্যক্ষমতা" রয়েছে বলে দাবি করেছেন গৌসেবা কমিশনের স্পেশাল ডিউটি অফিসার ড. অনুরাগ শ্রীবাস্তব।সরকারের দাবি, পঞ্চগব্য ভিত্তিক ওষুধ তৈরির এই উদ্যোগে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাবে ও গোশালাগুলির আর্থিক স্থিতিশীলতা ফিরবে।
"বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে পঞ্চগব্যকে মূল ধারার চিকিৎসার অংশ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে,"— জানিয়েছেন সরকারি আধিকারিকরা।
