আজকাল ওয়েবডেস্ক : কর্ণাটক রাজ্যে ফের এটিএম জালিয়াতি। এক প্রবীণ নাগরিক একটি এটিএম থেকে ১০ হাজার টাকা তোলেন। টাকা তোলার পর নিজের একাউন্ট ব্যালান্স ফের একবার জেনে নেওয়ার জন্য তিনি ফের নিজের এটিএম কার্ড ব্যবহার করেন। 

 

ঠিক সেই সময় এক ব্যাক্তি এটিএম ভিতরে প্রবেশ করেন। তিনি ওই প্রবীণ ব্যাক্তিকে সাহায্য করেন। এরপর ওই প্রবীণ ব্যাক্তি নিজের বাড়িতেই ফিরে আসেন। কিন্তু রাস্তায় আসার সময় ফের ব্যাঙ্ক থেকে তার কাছে এসএমএস আসে। তার ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। 

 

কয়েকদিন আগে প্রায় এক ঘটনা হয় আরেক প্রবীণ নাগরিকের সঙ্গে। তিনি এটিএম থেকে ১ হাজার টাকা তোলার পর এক অজানা ব্যাক্তি তাকে সাহায্য করেন। এরপর তার একাউন্ট থেকে ৯৯ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা। 

 

দুটি ক্ষেত্রে পুলিশ তদন্ত করছে। পুলিশ জানিয়েছে এটিএম কাছে প্রবীণ ব্যাক্তি গেলে তাকে সাহায্য করার বাহানা করে এটিএম কার্ড পাল্টে দিচ্ছে প্রতারকরা। এরপর অতি সহজে নিজের কাজ হাসিল করছে এই চক্র। যদি প্রবীণ নাগরিক এর থেকে সতর্ক না হয় তাহলে এই ঘটনা আটকানো যাবে না।