আজকাল ওয়েবডেস্ক: পুণের হিঞ্জেওয়াড়িতে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। খবর অনুযায়ী, একটি বাস তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে ফিরছিল। মাঝরাস্তায় ওই বাসের ধাক্কায় প্রাণ হারায় একই পরিবারের দুই শিশু। মর্মান্তিক এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারেরই আর এক কিশোরী-সহ আরও তিনজন। সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল পৌনে ৬টা নাগাদ হিঞ্জেওয়াড়ির পঞ্চরত্ন চকের কাছে দ্রুতগতিতে ছুটে আসা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে সেটি এক বাইক আরোহীকে ধাক্কা মারে, এবং তারপর সোজা ফুটপাথের উপরে উঠে যায়।
পুলিশ সূত্রে খবর, ফুটপাথ ধরে সেই সময় হেঁটে যাচ্ছিল সুরজ দেবন প্রসাদ (৬) এবং তার ৯ বছরের দিদি অর্চনা দেবন প্রসাদ। তাদের সঙ্গেই ছিল ১৬ বছরের দিদি প্রিয়া প্রসাদ। বাসটি সজোরে তাদের তিনজনকে ধাক্কা মেরে এগিয়ে যায় এবং শেষে একটি ড্রাই ক্লিনিং দোকানের বোর্ডের সামনে গিয়ে থেমে যায়।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ বছরের সুরজ ও তার দিদি অর্চনা'র। জানা গিয়েছে, তারা দু'জনেই স্থানীয় এক সরকারি স্কুলের ছাত্র-ছাত্রী ছিল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয়া প্রসাদকে। মাথায় ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছে সে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এছাড়াও বাইক আরোহী অবিনাশ চৌহান (২৬) এবং এক পথচারী বিমল ওজারকরও আহত হন।
পুলিশ জানিয়েছে, বাসচালক নাগনাথ গুজর (৩৬)-কে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। মদ্যপানের বিষয়টি নিশ্চিত করতে তাঁর মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। বেপরোয়া গাড়ি চালানো ও প্রাণহানির ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে হিঞ্জেওয়াড়ি-ওয়াকদ রোডে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়।
