আজকাল ওয়েবডেস্ক: উত্তর ত্রিপুরায় এক নাবালিকাকে গণধর্ষণের খবরে আগেই চাঞ্চল্য ছড়িয়েছিল। একদিন পরেই দক্ষিণ ত্রিপুরা জেলায় গণধর্ষণের শিকার হল আরও এক নাবালিকা। পরপর গণধর্ষণ কাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ত্রিপুরায়। আতঙ্কিত খুদে পড়ুয়ারাও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরায়। স্কুল থেকে আর বাড়ি ফেরেনি পঞ্চম শ্রেণির ছাত্রী। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজি করে পরিবার। ছাত্রীর বাবার আশঙ্কা ছিল, মেয়েকে অপহরণ করা হয়েছে। এরপরই থানার দ্বারস্থ হয় সে। থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর পুলিশ তল্লাশি অভিযান শুরু করে।
শনিবার সন্ধেয় বাড়ির অদূরেই অচৈতন্য অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট করানো হয়। সে ধর্ষণের শিকার বলেও জানান চিকিৎসকরা। এই ঘটনার পরেই কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত ছাত্রীর গ্রামের বাসিন্দা। ২২ বছরের যুবক ছাত্রীর পূর্ব পরিচিত। তাদের বিরুদ্ধে পকসো ধারা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলাতেও গণধর্ষণের শিকার হয় এক নাবালিকা। দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছিল সে। তাকে অপহরণ করে গণধর্ষণ করে একদল যুবক। রাস্তার ধারে থেকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। শুক্রবার এই ধর্ষণ কাণ্ডে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
