আজকাল ওয়েবডেস্ক: আপাতভাবে অনেকেই মনে করেন, দ্রুত গতি, ঝাঁ-চকচকে ব্যবস্থাপনার জন্য ভারতীয় রেল বন্দে ভারত কিংবা রাজধানী এক্সপ্রেসকে তুলনায় অনেক বেশি গুরুত্ব দেয়। কিন্তু জানেন কি, রয়েছে আরও এমন ট্রেন, ভারতীয় রেল যাকে অত্যন্ত গুরুত্ব দেয়। যার জন্য অপেক্ষা করতে হয় রাজধানী এক্সপ্রেস কিংবা বন্দে ভারতকেও। 

 

শুরুতেই বলা যাক, ভারতে যে কোনও ট্রেন দুর্ঘটনার বিষয়ে, উদ্ধার থেকে ত্রাণকার্য, সমস্ত বিষয়ে দায়িত্ব নেয় ভারতীয় রেল। ট্রেনের লোকো পাইলট কিংবা গার্ড নিকটস্থ স্টেশন কিংবা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে দুর্ঘটনার খবর পৌঁছে দিকে ভারতীয় রেল তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় উদ্ধারকার্য, দুর্ঘটনাস্থলে ত্রাণ পৌঁছনো-সহ একগুচ্ছ বিষয়ে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ট্রেন তৈরি করেছে ভারতীয় রেল। সেই ট্রেনের অগ্রাধিকার সবথেকে বেশি, যেকোনও ট্রেনের থেকেও। কারণ এই ট্রেন ভারতীয় রেলকে শুধু পরিবহনের প্রতীক হিসেবে নয়, কার্যত যাঁরা ট্রেনে ভ্রমণ করেন, তাঁদের জীবন, নিরাপত্তা সুরক্ষিত রাখার প্রতীক হিসেবে দাঁড়িয়ে। 

 

যে কোনও দুর্ঘটনায়, অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়া, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দ্রব্যাদি, প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেলওয়ে আইআর সিস্টেমে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে স্বয়ং চালিত অ্যাকসিডেন্ট রিলিফ ট্রেন চালায়। এই ট্রেনগুলির গতি, গতিপথ, সময়সূচি এবং প্রতিক্রিয়ার সময় রয়েছে। 

 

দুর্ঘটনা পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ভারতীয় রেল লোকোমোটিভ হল্ড অ্যাকসিডেন্ট রিলিফ মেডিক্যাল ভ্যানকে স্ব-চালিত দুর্ঘটনা ত্রাণ মেডিক্যাল ভ্যান দিতে প্রতিস্থাপন করেছে।