আজকাল ওয়েবডেস্ক: কেদারনাথের পরিবেশ নিয়ে এবার চিন্তিত পরিবেশবিদরা। প্রতি বছর ঘটা করে এখানে বহু ভক্তরা আসেন। তবে এখানে আসার পর তারা যে পরিমান বর্জ্য পদার্থ এখানে রেখে দিয়ে যাচ্ছেন তাতে বিঘ্নিত হচ্ছে কেদারনাথের সার্বিক পরিবেশ। ফলে আগামীদিনে এখানকার পরিবেশও যে দূষণের করাল গ্রাসে পড়বে সেকথা বলাই যায়।
জানা গিয়েছে কেদারনাথ মন্দিরের আশপাশের সাইটগুলিতে টনকে টন অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে কেদারনাথে মোট ৪৯.১৮ টন অপরিশোধিত বর্জ্য মন্দির সংলগ্ন দুটি সাইটে ফেলা হয়েছে। উত্তরাখণ্ড সরকারের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে অপরিশোধিত বর্জ্যের পরিমাণ ক্রমাগত বেড়েছে।
২০২২ সালে ১৩.২ টন, ২০২৩ সালে ১৮.৪৮ টন এবং চলতি বছরে এখন পর্যন্ত ১৭.৫ টন বর্জ্য তৈরি হয়েছে। এছাড়া এই এলাকায় ২৩.৩ টন অজৈব বর্জ্যও উৎপন্ন হয়েছে। মন্দিরটি মাটি থেকে ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে হিমবাহও রয়েছে। এলাকার পরিবেশগত পরিস্থিতি নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কেদারনাথে এই বর্জ্যগুলিকে যদি সঠিকভাবে ফের সরিয়ে না ফেলা যায় তাহলে আগামীদিনে বড় বিপদ ঘনিয়ে আসবে।
যে দূষণের শিকার বিশ্বের বিভিন্ন দেশ তার রেশ এবার গিয়ে পড়বে কেদারনাথের কোলেও। তখন কী হবে তা নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। তারা মনে করছেন, প্রতি বছর কেদারনাথে ভক্তদের সমাগম বেড়ে যায়। সেদিক থেকে দেখতে হলে এই মন্দির চত্বর পরিষ্কার রাখাই প্রধান কাজ। তবে সেই তুলনায় যে পরিমান বর্জ্য এখানে তৈরি হচ্ছে তাতে এর পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হবে। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে সমস্যা আরও বাড়বে।
