আজকাল ওয়েবডেস্ক: সোমবার ওড়িশার কটক রেলওয়ে স্টেশনের কাছে ফের ট্রেন দুর্ঘটনা। ইয়ার্ডে তিনটি খালি পণ্যবাহী ওয়াগন লাইনচ্যুত হয়।  পুলিশ সূত্রে খবর, ঘটনার কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও। সকাল সাড়ে ৮ টার দিকে ওয়াগনগুলি লাইনচ্যুত হয় এবং ইয়ার্ডের লুপ লাইনে আঘাত করে।

ঘটনার পর সাহায্যের জন্য মেশিন, উপকরণ এবং জনবল সহ একটি ট্রেন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। ইয়ার্ডের লুপ লাইনটি শীঘ্রই পুনরুদ্ধার করা হবে বলে জানা গিয়েছে। তবে ট্রেন চলাচলে কোনও প্রভাব ফেলেনি এই ঘটনা। মেইন লাইন (ভদ্রক-কটক-বিশাখাপত্তনম) পরিষ্কার এবং সচল রয়েছে। প্রদীপের দিকে ট্রেন চলাচলেও কোনও প্রভাব পড়েনি।

গত কয়েক মাসে ভারতজুড়ে একই রকম দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটেছে চলতি মাসে। নতুন দিল্লির শিবাজি সেতুর কাছে একটি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় বিকেল ৪.১০ টার দিকে ডাউন মেইন লাইনে এই ঘটনা ঘটে। চলতি বছরের মার্চ মাসে, ওড়িশার কটক জেলায় বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ায় একজনের মৃত্যু হয়, সাতজন আহত হন। এর ফলে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়।

বর্তমানে রেল কর্তৃপক্ষ এই ঘটনার কারণ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।