আজকাল ওয়েবডেস্ক: ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। আজ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাতে গিয়ে নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিন জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। জানা গেছে, তিনজনেই পাকিস্তানের জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর জঙ্গি ছিল। 

 

প্রসঙ্গত, 'অপারেশন সিঁদুর'-এর পর 'অপারেশন কেল্লার' শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার প্রথমে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। ধীরে ধীরে সোপিয়ানের দিকে চলে আসেন তাঁরা। সেখানেই জঙ্গিদের সঙ্গে চলে গুলির লড়াই। মঙ্গলবার তিন জঙ্গিকে খতম করেন নিরাপত্তারক্ষীরা। 

 

জানা গেছে, মঙ্গলবার নিহত তিন জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা ছিল। শাহিদ কু্ট্টে ও আদনান সফি ও আরও একজন লস্কর-ই-তৈবার সদস্য ছিল। কয়েকদিন আগে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছিল পুলিশ। ১৪ জনের সেই তালিকায় নাম ছিল এই ৩ জঙ্গির। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জম্মু ও কাশ্মীর জুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এবার চলল 'অপারেশন নাদার'। এখনও পুলওয়ামায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে জানা যাচ্ছে।