আজকাল ওয়েবডেস্ক: বিয়ার, ওয়াইন হল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পানীয়। বিশেষ অনুষ্ঠান উদযাপনের জন্য এইসব পানীয়ের ব্যবহার করে থাকেন অনেকে। আবার কেউ কেউ তাদের মেজাজ উন্নতির জন্যও এগুলি পান করেন। তবে, সুরা সেবন বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। তবে, কিছু গবেষণায় দেখা গিয়েছে যে, পরিমিত পরিমাণে সুরা পান হৃদরোগজনিত মৃত্যুহার কমাতে পারে। কিন্তু, অতিরিক্ত সেবন উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

সুরা প্রস্তুতকারী সংস্থাগুলি উচ্চ চাহিদার কারণে বিপুল মুনাফা অর্জন করে। কিন্তু আপনি কি ভারতের সবচেয়ে ধনী মদ সংস্থা সম্পর্কে জানেন? মজার বিষয় হল, এই সংস্থাটি ভারতে সবচেয়ে সস্তা সুরা বিক্রি করে।

দেশের সবচেয়ে ধনী মদ সংস্থাটি 'ইউনাইটেড স্পিরিটস' নামে সুপরিচিত। শেয়ার বাজারে ইউনাইটেড স্পিরিটসের বাজার মূলধন ৯৮ হাজার কোটি টাকারও বেশি।

গত সপ্তাহে সোমবার শেয়ার বাজার বন্ধ হওয়া পর্যন্ত ইউনাইটেড স্পিরিটসের শেয়ারের দাম ১,৩৯৪.৯০ টাকায় স্থির দেখা যাচ্ছে। সংস্থাটি রয়্যাল চ্যালেঞ্জ, জনি ওয়াকার, সিগনেচার, অ্যান্টিকুইটি-র মতো অনেক দামি সুরা ব্র্যান্ড প্রস্তুত করে। এই সব ব্র্যান্ড সুরাপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়।

এছাড়াও সংস্থাটি ব্যাগপাইপার এবং ম্যাকডোয়েলসের মতো সাশ্রয়ী মূল্যের অ্যালকোহলযুক্ত পানীয়-ও সরবরাহ করে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ম্যাকডোয়েলস ইউনাইটেড স্পিরিটসের সবচেয়ে কম দামি মদ এবং এটি সর্বাধিক বিক্রিত পণ্য।

চলতি বছরের জানুয়ারিতে, ইউনাইটেড স্পিরিটস প্রবীণ সোমেশ্বরকে সিইও হিসেবে নিয়োগ করে। তিনি ১ মার্চ হিনা নাগরাজনের ছেড়ে যাওয়া পদে বসেন।  চার বছর ধরে ইউনাইটেড স্পিরিটস সিইও পদে দায়িত্ব সামলানোর পর হিনা ডিয়াজিওর গ্লোবাল এক্সিকিউটিভ কমিটিতে যোগ দেন।

সোমেশ্বর গত পাঁচ বছর ধরে এইচটি মিডিয়ার সিইও পদে অধিষ্ঠিত ছিলেন। তার আগে, তিনি ২৪ বছরেরও বেশি সময় ধরে ভারতে এবং সমগ্র এশিয়া প্যাসিফিক অঞ্চলে পেপসিকোতে বিভিন্ন পদে কাজ করেছেন।