আজকাল ওয়েবডেস্ক: আলোর উদযাপনে মেতে গোটা দেশ। আলোর উৎসব দীপাবলি। তার প্রস্তুতিও চলেছে গত কয়েকদিন ধরে। তবে এই আলোর উৎসবের মাঝেই জানুন এমন এক গ্রামের কথা, যেখানে আলো নয়, উদযাপন করা হয় অন্ধকারকে। লাদাখের এই প্রত্যন্ত গ্রাম দেশের একমাত্র 'ডার্ক স্কাই রিজার্ভ'।

 

 

কোথায় অবস্থিত এই গ্রাম? লাদাখে, ইন্দো-চিন বর্ডারে অবস্থিত এই গ্রাম। যেখানে রাতের অন্ধকারই উদযাপনের। যখন গোটা দেশ আলোর উদযাপনে মেতে ওঠে, তখনও রাতের আতশবাজি তাঁদের না পসন্দ। 

 

হ্যানলে ডার্ক স্কাই রিজার্ভ হল বিজ্ঞান ভিত্তিক এক অর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প। যার মূল লক্ষ্যই হল আলোক দূষণ রোধ। এটি একটি জ্যোতিপর্যটন কেন্দ্র হিসেবেও বিখ্যাত। সেখানে গ্রাম বাসীদের কাছে রয়েছে টেলিস্কোপ, বেশ কয়েকজন অ্যাস্ট্রোট্যুরিজম গাইড প্রশিক্ষিত। 

 

 

এই 'ডার্ক স্কাই রিজার্ভ' প্রকল্পের মূল নেতৃত্বে ছিলেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, বেঙ্গালুরুর প্রফেসর অন্নপূর্নি সুব্রামানিয়াম এবং তাঁর দল। কিন্তু এই অন্ধকার উদযাপনের পিছনে রয়েছে কী কারণ? এই উদযাপনেও কি ধর্মের যোগ? সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা জানাচ্ছে, বৌদ্ধ অধ্যুষিত এই অঞ্চলে, অন্ধকার উদযাপনে ধর্মের বয়, যোগ আদতে বিজ্ঞানের। একই সঙ্গে জানানো যাক, ৩০০ মানুষের বসবাসের এই গ্রামে, ২০২৪ সালেও নেই বিদ্যুৎ যোগাযোগ। 

 

আইআইএ জানাচ্ছে, লাদাখের হ্যানলের আশেপাশের অঞ্চলের আকাশ দেশের সবচেয়ে অন্ধকার। এর কারণ মূলত গ্রামের উচ্চতা। প্রায় ২২ কিমি ব্যাসার্ধের এই অঞ্চলকে হ্যানলে স্কাই রিজার্ভ হিসেবে তৈরি করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছে ১৮ টেলিস্কোপ। অন্ধকার আকাশ উপভোগ করার জন্য এই মুহূর্তে সেটি একটি অন্যতম পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে।