আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিসে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যেগুলি জনপ্রিয়। এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়া যায়। শুধু তাই নয় রয়েছে পোস্ট অফিসের নির্ভরতাও। বর্তমান সময়ে অনেকগুলি প্রকল্প চালু রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে। সেগুলিকে টেক্কা দিতে পারে পোস্ট অফিসের এই প্রকল্পগুলি। পোস্ট অফিসের সেভিংস স্কিম রয়েছে। এখানে সুদের হার দেওয়া হয় ৮.২ শতাংশ করে। একনজরে দেখে নিন পোস্ট অফিসের কোন প্রকল্পগুলি ভাল সুদের হার দেয়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এখানে সিনিয়র সিটিজেনদের সহায়তা করে ভারত সরকার। এখানে সিঙ্গল অ্যাকাউন্ট হোক বা জয়েন্ট অ্যাকাউন্ট দুয়ের ক্ষেত্রে একই হারে সুদ মিলবে। এখানে সুদের হার পাবেন ৮.২ শতাংশ।
কিষাণ বিকাশ পত্র। এটি বহু বছর ধরে চলা একটি বিশেষ স্কিম। এখানে স্থায়ী হারে সুদ এবং মেয়াদ শেষে ভাল রিটার্ন পাওয়া যায়। এখানে ১১৫ মাসে টাকা দ্বিগুন হয়ে যায়। এখানে সুদের হার মেলে ৭.৫ শতাংশ।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এখানে সবথেকে কম ১৫০০ টাকা এবং সবথেকে বেশি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা করে বিনিয়োগ করা যায়। এখানে সুদের হার মেলে ৭.৪ শতাংশ।
ন্যাশনাল সেভিংস স্কিম। এখানে একজন থেকে শুরু করে তিনজন পর্যন্ত নিজেদের নাম একসঙ্গে করে টাকা বিনিয়োগ করতে পারেন। এখানে সুদের হার মিলছে ৭.৭ শতাংশ করে।
মহিলা সম্মান সেভিংস স্কিম। এখানে সুদের হার মেলে ৭.৫ শতাংশ করে।
