আজকাল ওয়েবডেস্ক: স্বরাষ্ট্র দপ্তর হাতছাড়া হল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। ২০ বছরে এই প্রথম। শুক্রবার সন্ধেয় বিহার মন্ত্রিসভায় মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। সেখানে বিহারের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেয়েছেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরি।
যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাতেও একাধিক দপ্তর থাকছে। তিনি সামলাবেন সাধারণ প্রশাসন, মন্ত্রিসভা সচিবালয় এবং নজরদারি দপ্তরের দায়িত্ব। এর পাশাপাশি কোনও দপ্তর মন্ত্রীবিহীন থাকলে, তার দায়িত্বও সামলাবেন নীতীশ। এটা ঘটনা, নানা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, বিহারের শাসকজোট এনডিএ–র বৃহত্তম শরিক বিজেপি স্বরাষ্ট্র দপ্তরের রাশ নিজেদের হাতে রাখতে চাইছে। এই দপ্তর নিয়ে নীতীশের দল জেডিইউ–এর সঙ্গে তাদের দর কষাকষি চলছে বলেও শোনা গিয়েছিল। শেষমেশ বিহারের স্বরাষ্ট্র দপ্তর নিজেদের হাতেই রাখল বিজেপি।
বিহারের আর এক উপমুখ্যমন্ত্রী বিজেপির বিজয়কুমার সিনহা পেয়েছেন রাজস্ব ও ভূমি সংস্কার, খনি ও ভূতত্ত্ব দপ্তরের দায়িত্ব। বিজেপির মঙ্গল পাণ্ডে জোড়া দায়িত্ব সামলাবেন। স্বাস্থ্যের পাশাপাশি আইন দপ্তরের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে। প্রাক্তন আরজেডি নেতা, অধুনা বিজেপি বিধায়ক রামকৃপাল যাদবকে কৃষিমন্ত্রী করা হল। আর এক বিজেপি বিধায়ক দিলীপ জয়সওয়াল পাচ্ছেন বাণিজ্য দপ্তরের দায়িত্ব।
অর্থ দপ্তর নীতীশের দলের হাতে থাকছে। বিহারের নতুন অর্থমন্ত্রী জেডিইউ বিধায়ক বিজেন্দ্রপ্রসাদ যাদব। এছাড়া শক্তি, পরিকল্পনা ও উন্নয়ন, খাদ্য ও ক্রেতাসুরক্ষা দপ্তরের দায়িত্ব পাচ্ছেন তিনি। নীতীশ–ঘনিষ্ঠ জেডিইউ বিধায়ক বিজয় চৌধুরি আবাসন, জলসম্পদ এবং পরিষদীয় দপ্তরের দায়িত্ব সামলাবেন। গ্রামোন্নয়ন এবং পূর্ত দপ্তরের দায়িত্ব পেলেন জেডিইউ–র শ্রোয়ান কুমার। গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বে জেডিইউ–র অশোক চৌধুরি।
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার তথা জামুই কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং ক্রীড়া এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব পাচ্ছেন। এনডিএ–র শরিক দল আরএলএম–এর তরফে উপেন্দ্র কুশওয়াহার পুত্র দীপক প্রকাশ পঞ্চায়েতি রাজ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। আর এক শরিক দল হাম (এস)–এর জিতনরাম মাঝির পুত্র সন্তোষ সুমন ক্ষুদ্র জলসম্পদ দপ্তরের দায়িত্ব পেলেন।
